লক্ষ্মীপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামী শাহজাহান মিয়া বেপারী ওরফে খোকন মিয়াকে (৪২) মৃত্যুদন্ড ও ৫ লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালাত। মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মো. সাইদুর রহমান গাজী এ আদেশ প্রদান করেন।
মৃত্যুদন্ডপ্রাপ্ত খোকন মিয়া রায়পুর উপজেলার রহিম আলী বেপারীর ছেলে। নিহত স্ত্রী আমেনা খাতুন চাঁদপুর উপজেলার হাইমচর উপজেলার উত্তর বগুলা গ্রামের উম্মে কুলছুমের মেয়ে।
আদালত সুত্রে জানা গেছে, জেলার রায়পুর উপজেলার দিঘলদী গ্রামের শাহাজান মিয়া বেপারী ওরফে খোকন মিয়া যৌতুকের দাবীতে ২০০০ সালের ২৫ ডিসেম্বর তার স্ত্রী আমেনা খাতুন ডলিকে স্বামীর বসত ঘরে মাথায় আঘাত করে হত্যা করে।
এ ঘটনায় নিহতের মা উম্মে কুলছুম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে ২০০০ সালের ৫ ডিসেম্বর রায়পুর থানায় একটি মামলা দায়ের করেন।
বিচারক দীর্ঘ শুনানী শেষে মঙ্গলবার আসামীকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদন্ডে দন্ডিত ও ৫ লাখ টাকা জরিমানার আদেশ দেন। অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. আইয়ুব আলী রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।