টঙ্গীর তুরাগ তীরে মুসলিম উম্মার দ্বিতীয় বৃহত্তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরী মোনাজাত আজ রোববার অনুষ্ঠিত হবে। দুপুর ১২টা ১৫ মিনিট থেকে ৪৫ মিনিটের মধ্যে আখেরী মোনাজাত শুরু হওয়ার কথা রয়েছে। মোনাজাত পরিচালনা করবেন দিল্লি থেকে আগত মওলানা জোবায়েরুল হাসান।
শুক্রবার জুমার নামাজের মধ্য দিয়ে শুরু হয়েছে সারা মুসলিম জাহানের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে অনানুষ্ঠিকভাবে শুরু হওয়া তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমা আখেরী মোনাজাতের মধ্য দিয়ে রোববার শেষ হবে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে মুসল্লিরা অংশ নিয়েছেন ইজতেমায়।
শনিবার বিকেল থেকেই মুসল্লিদের ঢল নামে ময়দান অভিমুখে। দূরদূরান্ত থেকে আসা অনেক মুসল্লি ময়দানে, আত্মীয়র বাসা, বিভিন্ন মার্কেট, পার্শ্ববর্তী মসজিদের ছাদে ও খালি জায়গায় অবস্থান নিয়েছেন।
চার দিন বিরতির পর ৪৯তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হবে আগামী ১৮ জানুয়ারী শুক্রবার। ২০ জানুয়ারী ২য় পর্বেও রোববার আখেরী মোনাজাতের মধ্য দিয়ে চলতি বছরের বিশ্ব ইজতেমার সমাপ্তি হবে ।