কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া মাতামুহুরী ব্রিজের রেলিং ভেঙে একটি বাস নদীতে পড়ে গিয়ে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত ১৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। দুই শিশুসহ আহত ১৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৫ টায় চকরিয়া উপজেলার চিরিঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয় এক প্রত্যক্ষদর্শী। চকরিয়ার থানার পরিদর্শক (ওসি) রণজিত কুমার বড়ুয়া ঘটনাস্থল থেকে জানান, নিরাপদ উপল সার্ভিস নামের যাত্রী বোঝাই বাসটি গাজীপুর থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজারের দিকে যাওয়ার সময় সেতুর রেলিং ভেঙ্গে মাতামুহুরী নদীতে পড়ে যায়।
বাসটি থেকে ১৬ টি মৃতদেহ উদ্ধারের খবর নিশ্চিত করে তিনি জানান গুরুতর আহতাবস্থায় উদ্ধার করা হয়েছে আরও দশজনকে।
বাসটির আহত এক যাত্রী জানান চট্টগ্রামের ফটিকছড়িস্থ সৈয়দ মইনুদ্দিন আহমেদের ওরস শরীফে যোগ দেওয়ার উদ্দেশ্য গত শনিবার গাজীপুরের জয়দেবপুরের নোয়াগাঁও এলাকা থেকে রওয়ানা দেন তারা। ওরস শেষে কক্সবাজার ঘুরতে যাওয়ার পথে সোমবার সকালে দুর্ঘটনার কবলে পড়ে তাদের বাসটি।