মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে বলগেটের ধাক্কায় শতাধিক যাত্রী নিয়ে একটি লঞ্চ ডুবে গেছে। বেলা ৩টায় এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত তিন জনের লাশ উদ্ধার করা হয়েছে। লঞ্চটি নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরের মতলব যাচ্ছিল। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে গজারিয়ার উপজেলার ইসমানিরচরস্থ মাঝনদীতে এ দুর্ঘটনা ঘটে।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন জানিয়েছেন, দুপুর দুইটায় উদ্ধার করা এই তিন লাশের পরিচয় জানা যায়নি। এছাড়া অর্ধশতাধিক যাত্রী এখনো নিখোঁজ রয়েছেন।
উদ্ধারকাজে যোগ দিতে ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী জাহাজ রুস্তম। দুপুর দুইটার দিকে ডুবে যাওয়া লঞ্চটির অবস্থান সনাক্ত করে উদ্ধারকাজ শুরু হয়।
এর আগে শুক্রবার সকাল ৮টার দিকে গজারিয়ার ইসমানির চর এলাকায় নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরের কালীপুরাগামী লঞ্চটি ডুবে যায়। ফিরোজা ফারজানা নামে একটি বালুবাহী বলগেট পেছন থেকে সজোরে ধাক্কা দিলে এমভি সারস নামে লঞ্চটি ডুবে যায়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল ও যাত্রী পরিবহন সংস্থা-বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ জোনের চেয়ারম্যান বদিউজ্জামান বাদল জানান, এমএল সারস নামের লঞ্চটি শতাধিক যাত্রী নিয়ে নারায়ণগঞ্জ থেকে চাঁদপুর যাচ্ছিল।