জাতিসংঘের মহাসচিব বান কি মুন বাংলাদেশে চলমান সহিংসতা ৪০ জনেরও অধিক মানুষ মারা যাওয়ায় শুক্রবার উদ্বেগ প্রকাশ করেছেন। আন্দোলনে শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখতেও আন্দোলনকারীদের প্রতি আহবান জানান তিনি।
জাতিসংঘের এক মুখপাত্রের দেয়া বিবৃতিতে বলা হয়, বান কি মুন বাংলাদেশের চলমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং আন্দোলন চলাকালে মানুষের মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছেন।
বিবৃতিতে বলা হয়, “যুদ্ধাপরাধের বিচার একটি জাতীয় প্রক্রিয়া। বান কি মুন সবাইকে শান্তিপূর্ণভাবে তাদের মতামত প্রকাশ করতে এবং আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানিয়েছেন।”