সারাদেশে সাঁড়াশি অভিযানের তৃতীয় দিনে ৩৪ সন্দেহভাজন জঙ্গিসহ মোট ৩২৪৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জঙ্গি ছাড়া বাকিদের মধ্যে আদালতের পরোয়ানাভুক্ত ২৫৭৮ জন, মাদক মামলার ১৬০ জন, অস্ত্র মামলার ১৯ জন ও অন্যান্য মামলার ৪৫৪ জন আসামি। সোমবার দুপুরে পুলিশ হেডকোয়াটার্সের জনসংযোগ কর্মকর্তা কামরুল আহছান এ তথ্য জানান।
এর আগে দুই দিনে সারাদেশে সাঁড়াশি অভিযানে ৫৩২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে মাত্র ৮৫ জন সন্দেহভাজন জঙ্গি রয়েছে বলে জানিয়েছেন পুলিশ হেডকোয়ার্টার্স। এ নিয়ে তিন দিনে ৮৫৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে সন্দেহভাজন জঙ্গি ১১৯ জন।
অভিযানের দ্বিতীয় দিনে ৪৮ জঙ্গিসহ ২১৩২ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এছাড়া প্রথম দিন সাঁড়াশি অভিযান চালিয়ে ৩৭ জঙ্গিকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় বিভিন্ন মামলায় ৩১৫৫ জনকে গ্রেপ্তার করা হয়।
সম্প্রতি সন্দেহভাজন ইসলামিক জঙ্গিদের হাতে কয়েকজন খুন হওয়ার পর শুক্রবার সকাল থেকে সারাদেশে পুলিশের সাঁড়াশি অভিযান শুর হয়।