রাজবাড়ীর কালুখালী উপজেলার হরিনবাড়ীয়া বাজার ব্রিজের কাছে ট্রলার ডুবির ঘটনায় শিশুসহ চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার ভোরে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থল থেকে নদীর দুইকিলোমিটার ভাটি থেকে লাশ চারটি উদ্ধার করে ।
কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম ফকির জানান, রাজবাড়ী ফায়ার সাভির্স ও সিভিল ডিফেন্সের একটি ডুবুরি দল ভোরে ঘটনাস্থল পদ্মা নদীতে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।
এ সময় চারজনের লাশ উদ্ধার করা হয়। বাকিদের উদ্ধারে অভিযান চলছে।
তিনি জানান, শুক্রবার সন্ধ্যায় হরিনবাড়ীয়া বাজার থেকে ২০-২২ জন যাত্রী নিয়ে পদ্মা নদী (বর্তমানে শুষ্ক মৌসুমে এ ধারাটি শুকিয়ে যায়) দিয়ে ইঞ্জিন চালিত নৌকাটি সাদারচর এলাকায় যাচ্ছিল।
বাজার এলাকায় ব্রিজের কাছে এলে প্রবল স্রোতের কারণে ডুবে যায় নৌকাটি। অনেকেই সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও নিখোঁজ হন সাতযাত্রী। বাকিদের উদ্ধারে অভিযান চলছে।