আবারো বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা । আওয়ামী লীগের প্রেসিডিয়াম সম্পাদক ওবায়দুল কাদের প্রথমবারের মতো দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ।
রোববার আওয়ামী লীগের ২০তম কাউন্সিল অধিবেশনের দ্বিতীয় দিন শেখ হাসিনা ফের সভাপতি নির্বাচিত হন।
এছাড়া দলের প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন । তিনি বর্তমানে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন।
জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশ্রাফুল ইসলামের স্থলাভিষিক্ত হন ওবায়দুল কাদের।