আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনসহ বিভিন্ন ইস্যু নিয়ে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের বৈঠক ডেকেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
মঙ্গলবার রাত সাড়ে ৮টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান আরটিএনএনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে নাসিক নির্বাচন, নির্বাচন কমিশন পুনর্গঠন ছাড়াও দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও জোটের আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।
উল্লেখ্য, এর আগে অনিবার্য কারণে গত ২৩ নভেম্বর অনুষ্ঠেয় জোটের এ বৈঠকটি স্থগিত করা হয়।