করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন অবিভক্ত ঢাকার সাবেক মেয়র মরহুম সাদেক হোসেন খোকার ছোট ভাই ও বিএনপি নেতা ইশরাক হোসেনের চাচা আনোয়ার হোসেন উজ্জল (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ শুক্রবার বিকাল ৫টা ৩০ মিনিটে রাজধানীর তেজগাঁওয়ের ইমপ্লাস হাসপাতালে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।
বিষয়টি খবর তরঙ্গকে নিশ্চিত করেছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের প্রেস সচিব সুজন মাহমুদ।
তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেনের চাচা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর।
আনোয়ার হোসেন উজ্জ্বলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
।