পাকিস্তানের ক্রিকেটে তখন সোনালি সময়। অধিনায়ক ইমরান খানের নেতৃত্বে ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনিস রীতিমতো বিশ্ব ক্রিকেট দাপিয়ে বেড়াচ্ছেন। গতির সঙ্গে বাউন্সার, ইনসুং ও আউটসুংয়ে প্রতিপক্ষের ব্যাটারদের নাকাল করে ছাড়ছেন। ২২ গজে ত্রাসের রাজত্ব করছেন এই ত্রয়ী। অথচ, সর্বকালের সেরা এই পেস ত্রয়ীর ইমরান খান পরবর্তী গল্পটা কেবলই হতাশার। যেখানে বন্ধুত্বের গল্প ছাপিয়ে সামনে এসেছে ওয়াসিম-ওয়াকার দ্বন্দ্ব। এই দুই কিংবদন্তির সম্পর্কে অবনতির মাশুল আজও গুনতে হয় পাকিস্তান ক্রিকেটকে।
ইমরান খানের নেতৃত্বে ১৯৮৪ সালে পাকিস্তান দলে আসা ওয়াসিম আকরাম নিজেকে পাকা করে ফেলেছেন দলে। এর ঠিক ৫ বছর পর ১৯৮৯ সালের দিকে ওয়াকার ইউনুসকে দলে আনেন ইমরান। পরের গল্পটা কেবলই সাফল্যের। ৮০-৯০ দশকে এই দুই মহারথীর মাঠের ক্রিকেটীয় লড়াই ছিল তখন উপভোগের অন্যতম বিষয়। পরবর্তীতে তো এই ত্রয়ী ১৯৯৬ বিশ্বকাপটাও জিতিয়েছেন পাকিস্তানকে।
একই দলের হলেও নিজেদের মধ্যে একে অন্যকে ছাড়িয়ে যাওয়ার মানসিকতা ছিল দুজনেরই। যাতে করে আখেরে লাভটা হয়েছে পাকিস্তান ক্রিকেটের। একটা সময় তো এই দুজনের খ্যাতিও ছড়িয়ে পড়েছিল গোটা বিশ্বে। দুজন হয়ে উঠেছিলেন পেসারদের আইডল। এই জুটি সম্মিলিতভাবে খেলেছেন ৮০৯টি আন্তর্জাতিক ম্যাচ। শিকার করেছেন ১৭০৭টি উইকেট। এই জুটির গল্পটাও তাই তখন ছিল সবার মুখে মুখে।