কুমিল্লার লালমাইয়ে জামায়াতের পক্ষ থেকে পাকা ঘর উপহার পেল যানজটে আটকে থাকা জামায়াতে ইসলামীর আমিরের গাড়িবহরকে পার হওয়ার জায়গা করে দিতে গিয়ে বাসচাপায় নিহত উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের সৈয়দপুর গ্রামের বাসিন্দা ও জামায়াত কর্মী জসিম উদ্দিনের পরিবার। শুক্রবার (১৮ এপ্রিল) সকালে দোয়া-মোনাজাতের মাধ্যমে নিহতের পরিবারকে ঘরটি বুঝিয়ে দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। পাশাপাশি নিহতের সন্তান সহ পুরো পরিবারের ভরণপোষণের দায়িত্বও নিয়েছে জামায়াত।
এ-সময় মরহুম জসিম উদ্দিনের স্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমরা কেউ’ই বেঁচে থাকবো না। মৃত্যু আমাদের জন্য নির্ধারিত। তিনি (জসিম) হয়তো আমাদের আগে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। এটা আল্লাহর হুকুম ছিল। আমরা বিশ্বাস করি আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করে জান্নাতুল ফেরদৌস নসিব করবেন। আমরা দোয়া করি। টেনশন করার দরকার নেই। আপনার সন্তানরা বড় হবেন, ভালো কিছু করবেন ইনশাআল্লাহ। আমরা তাদের পাশে আছি।
এ-সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ.টি.এম মাসুম, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির মুহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা-১০ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী মু. ইয়াছিন আরাফাত, লালমাই উপজেলা জামায়াতের আমির মাওলানা আবদুন নূর, সেক্রেটারী ইমাম হোসাইন, নাঙ্গলকোট উপজেলা জামায়াতের আমির মাওলানা জামাল হোসাইন, সদর দক্ষিণ উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান।
পরে বাগমারা উত্তর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবদুল মান্নানের সভাপতিত্বে এবং কুমিল্লা পূর্ব জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি নাজমুল হাসান এর সঞ্চালনায় ইউনিয়ন জামায়াতের সম্মেলনে বক্তব্য রাখেন লালমাই উপজেলা মজলিসে শূরা সদস্য ও ভূলইন উত্তর জামায়াতের আমির মাওলানা ইসমাইল হোসাইন, বাগমারা দক্ষিণ জামায়াতের আমির মাওলানা নঈম সিদ্দিকী, কবি ফারুক আহম্মেদ, বাগমারা উত্তর জামায়াতের সহ-সভাপতি নাজমুল হাসান, তাজুল ইসলাম মুহুরী, ডা. কাউছার আহমেদ জুয়েল সহ অনেকে। সম্মেলন শেষে লালমাই উপজেলা জামায়াতের পক্ষ থেকে ভূমি অধিগ্রহণ জটিলতায় আটকে থাকা কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বাগমারা বাজার, আলীশহর, শানিচোঁ অংশে মহাসড়ক চার লেনে উন্নীতকরণের কাজ দ্রুত সমাপ্ত করতে সংশ্লিষ্ট দপ্তরে কথা বলতে সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের হাতে একটি স্মারকলিপি তুলে দেওয়া হয়।