চাঁদপুর শহরের পুরানবাজারে দোকান ও গোডাউনে অভিযান চালিয়ে এক হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার রাতে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এদিন দুপুর দুইটা হতে রাত আটটা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন অধিনস্থ বিসিজি স্টেশন চাঁদপুর কর্তৃক চাঁদপুরের পুরান বাজারে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন দুটি দোকান এবং দুটি গোডাউন তল্লাশি করে এক হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, পরবর্তীতে জব্দকৃত পলিথিনের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মো. হান্নান, সহকারী পরিচালক, পরিবেশ অধিদপ্তরের নিকট হস্তান্তর করা হয় এবং চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মোবাইল কোর্ট পরিচালনা করে দুটি দোকান ও গোডাউনের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।