Saturday, April 26, 2025
Google search engine
Homeআন্তর্জাতিকইরানের সঙ্গে সরাসরি আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

ইরানের সঙ্গে সরাসরি আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

ইরানের সঙ্গে সরাসরি পারমাণবিক আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।  এই তথ্য জানিয়েছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

এছাড়া ইরানের পক্ষ থেকেও যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে বসার বিষয়টি নিশ্চিত করেছে।  খবর বিবিসির। 

সংবাদমাধ্যমটি বলছে, শনিবার সম্ভাব্য পারমাণবিক চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরান ‘সরাসরি আলোচনা’ করবে বলে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রীও এই বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন এবং এটিকে ‘একটি সুযোগের পাশাপাশি একটি পরীক্ষা’ বলে অভিহিত করেছেন তিনি।

সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা ‘খুব উচ্চ পর্যায়ে’ হবে। এছাড়া তিনি সতর্ক করে দেন, আলোচনার মাধ্যমে যদি কোনো চুক্তিতে পৌঁছানো না যায় তবে এটি ‘ইরানের জন্য খুব খারাপ দিন’ হবে।

গত মাসে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করার পর ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের সম্ভাবনা উত্থাপন করেছিলেন।

বিবিসি বলছে, সোমবার ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে হোয়াইট হাউসের বৈঠকের পর ট্রাম্প ইরানের সঙ্গে সম্ভাব্য এই আলোচনার কথা প্রকাশ করেন। মূলত নেতানিয়াহুও এর আগে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে আক্রমণ করার সম্ভাবনা উত্থাপন করেছিলেন।

ওভাল অফিসে বক্তৃতাকালে ট্রাম্প বলেন, ‘আগামী শনিবার (১২ এপ্রিল) ইরানের সঙ্গে আমাদের খুব বড় বৈঠক আছে এবং আমরা তাদের সঙ্গে সরাসরি কাজ করছি এবং সম্ভবত একটি চুক্তি হতে চলেছে, তেমনটি হলে, এটি হবে দুর্দান্ত। ‘

ট্রাম্প বলেন, আলোচনা সফল না হলে ইরান ‘বড় বিপদে’ পড়বে। 

তিনি আরও বলেন, ‘ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকতে পারে না এবং যদি আলোচনা সফল না হয়, তবে সেটি ইরানের জন্য খুব খারাপ দিন হবে। ’

মার্কিন এই প্রেসিডেন্ট আলোচনার বিষয়ে বিস্তারিত তথ্য দেননি। এছাড়া আলোচনা কতটা এগিয়েছে বা কোন কর্মকর্তারা এতে জড়িত সে বিষয়ে কিছু বলেননি।

অন্যদিকে ইরানের পক্ষ থেকেও বৈঠকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী নিশ্চিত করেছেন, ওয়াশিংটন এবং তেহরান আগামী ১২ এপ্রিল ওমানে বৈঠক করবে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে আব্বাস আরাকচি লিখেছেন- ‘এটি একটি সুযোগের মতোই একটি পরীক্ষা। বল আমেরিকার কোর্টে। ’

এর আগে গত মার্চ মাসে ট্রাম্প সংযুক্ত আরব আমিরাতের এক মধ্যস্থতাকারীর মাধ্যমে ইরানের নেতার কাছে একটি চিঠি পাঠিয়ে পরমাণু ইস্যুতে আলোচনার জন্য তার ইচ্ছা প্রকাশ করেছিলেন। ইরান সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল। যদিও ইরানের নেতৃত্ব তৃতীয় পক্ষের মাধ্যমে আমেরিকার সঙ্গে সম্ভাব্য চুক্তি নিয়ে পরোক্ষ আলোচনা করার ইচ্ছা প্রকাশ করেছিল।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments