লাকসামে প্রখ্যাত পীর আলহাজ্ব মাওলানা আবু তাহের ২২ এপ্রিল মঙ্গলবার বিকাল সাড়ে ৫ টায় উপজেলার আউশপাড়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার মাঠে হুজুরের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়েছে।
জানাজায় তাকে দেখতে ছিল শোকার্ত মানুষের ঢল। এর আগে ২১ এপ্রিল সোমবার দিবাগত রাত সাড়ে ৪ টায় ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজেউন)।
মৃত্যুকালে তার বয়স ছিল ৯৭ বছর। তিনি ৫ ছেলে ৬ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মাওলানা আবু তাহের দীর্ঘদিন থেকে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।
আলহাজ্ব মাওলানা আবু তাহের হুজুর আউশপাড়া দরবার শরীফে পীর ও আউশপাড়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা সাবেক ভাইস প্রিন্সিপাল এবং আউশপাড়া শরীফ আছাদ কাদেরিয়া এতিমখানা মাদ্রাসার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
আউশপাড়া দরবার শরীফের পীর আলহাজ্ব মাওলানা আবু তাহের বড় হুজুরের জানাজাকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুর থেকে বিকাল পযন্ত লোকে লোকারণ্য হয়ে উঠেছিল আউশপাড়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাদরাসা সংলগ্ন এলাকা।
কুমিল্লার জেলার, বরুড়া ,লালমাই, নাঙ্গলকোট, মনোহরগঞ্জ এবং চাঁদপুর জেলার শাহরাস্তি, হাজীগঞ্জসহ আশপাশের উপজেলার বিভিন্ন মাদরাসা থেকে বিপুল শিক্ষার্থী, আলেম, হাজার হাজার সাধারণ মানুষ অংশ নেন।
এ সময় মাদরাসা প্রাঙ্গণ পরিপূর্ণ হয়ে আশপাশের বহুদূর পর্যন্ত রাস্তায় দাঁড়িয়ে মানুষ জানাজায় অংশ নিতে দেখা গেছে।
মাওলানা আবু তাহের (বড় হুজুরে) এর বড় সন্তান খাজা আমিনুল এহছানের ইমামতিতে এ নামাজ অনুষ্ঠিত হয়। হাজার হাজার মানুষের অংশগ্রহণে জানাজা শেষে মাওলানা আবু তাহের বড় হুজুরের ইচ্ছে অনুযায়ী এতিমখানা মাদরাসার কবরস্থানেই তার স্ত্রী পাশেই তাকে দাফন করা হয়।
স্থানীয় সুত্রে জানা যায়, লাকসাম উপজেলার মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়ন আউশপাড়া গ্রামের ইসলামি আরবি শিক্ষা প্রতিষ্ঠানের নামে
১৯৩১ সালে প্রায় ২১ শতক সম্পত্তি দান করেন
প্রখ্যাত মৌলভী শরীফ উদ্দিন। ওই সম্পত্তির মধ্যে ইসলামি আরবি শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণ করা হয় আউশপাড়া ফাজিল মাদ্রাসা। সেই শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ছিলেন মৌলভী শরীফ উদ্দিন। বর্তমানে প্রতিষ্ঠানে আউশপাড়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা নামে পরিচালিত।
প্রখ্যাত মৌলভী শরীফ উদ্দিনের মৃত্যুর পর তার দুই ছেলে মাওলানা আবু তাহের ও পোস্ট মাষ্টার হাশেম উদ্দিন ও তাদের স্বজনদের সিদ্ধান্তে মৌলভী শরীফ উদ্দিনকে মাদ্রাসার প্রতিষ্ঠানের পশ্চিম পাশে তাকে দাফন করা হয়। ওই স্থানটি শরীফ উদ্দিন মাজার নামে সবার মুখে পরিচিত এবং প্রতি বছরের ওই মাজারে ওরস মাহফিল করা হতো। সে মাজারের খাদিম ছিলেন মরহুম মৌলভী শরীফ উদ্দিনের বড় ছেলে মাওলানা আবু তাহের।
এছাড়াও ফাজিল ডিগ্রি মাদ্রাসার শিক্ষা প্রতিষ্ঠানের দীর্ঘ বছর ধরে ভাইস প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করে।
২০০০ সালে তিনি অবসরপ্রাপ্ত হয়ে আউশপাড়া শরীফ আছাদ কাদেরিয়া এতিমখানার পরিচালিত করেন। এ অঞ্চলের আলেমদের কাছে তিনি ছিলেন ‘বড় হুজুর’।