Friday, December 5, 2025
Google search engine
Homeরাজধানীদলবদ্ধ ধর্ষণের প্রতিবাদে ও ধর্ষকদের বিচার দাবিতে লাকসামে মানববন্ধন 

দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদে ও ধর্ষকদের বিচার দাবিতে লাকসামে মানববন্ধন 

কুমিল্লার লাকসামে গৃহবধুকে দলবদ্ধ ভাবে ধর্ষণের প্রতিবাদে ও ধর্ষকদের বিচার দাবীতে লাকসামে মানববন্ধন করেছে বিভিন্ন সামাজিক সংগঠন।

১৭ মার্চ (সোমবার) দুপুরে ঢাকা-কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম বাইপাস পুলিশ বক্সের সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

লাকসামে গৃহবধুকে দলবদ্ধ ভাবে ধর্ষণের প্রতিবাদে ওই মানববন্ধন কর্মসূচি পালন করেন- নূপুর যুব নারী কল্যাণ সমিতি, স্টুডেন্ট কমিউনিটি লাকসাম, মানবতার তরে মানব প্রেমী, আমরা বই প্রেমী সংগঠন, টাইগার সিতারিও কারাতে এসোসিয়েশন এবং তৃতীয় লিঙ্গ সমিতি।

এতে বক্তব্য রাখেন- নূপুর যুব নারী কল্যাণ সমিতির সংগঠক ও পিস ফ‍্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) লাকসাম ইউনিটের নারী পিস এম্বাসেডর নাজমুন নাহার নুপুর, বিশিষ্ট চক্ষু চিকিৎসক জহির উদ্দিন আহমেদ, স্টুডেন্ট কমিউনিটি লাকসাম-এর সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান শাওন, সদস্য রাফী, সালাউদ্দিন শিহাব, মানবতার তরে মানব প্রেমী’র সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ, সদস‍্য জান্নাতুল ফেরদৌস স্মৃতি, আমরা বই প্রেমী সংগঠন-এর সংগঠক উম্মে হাবীবা আরজু, উত্তরকূল কিশোরী ক্লাবের সভাপতি আয়না মতি মুক্তা, টাইগার সিতারিও কারাতে এসোসিয়েশন- এর প্রশিক্ষক কামরুল হাসান, পিস ফ‍্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) লাকসাম ইউনিটের কো-অর্ডিনেটর জাফর আহমেদ, সংবাদকর্মী আনোয়ারুল আজিম, তৃতীয় লিঙ্গ সমিতির সদস্য রবিউল হোসেন সাথী প্রমুখ।

উল্লেখ্য, গত ১৪ মার্চ নোয়াখালীর এক গৃহবধূ স্বামীর সঙ্গে লাকসামে আত্মীয়’র বাড়ি বেড়ানো শেষে বাড়ি ফেরার পথে স্বামীর কাছ থেকে ছিনিয়ে নিয়ে সিএনজি অটোরিকশা চালক ও তার অন‍্য তিন সহযোগি ওই গৃহবধূকে বিভিন্ন স্থানে আটকে রেখে দলবদ্ধ ভাবে ধর্ষণ করে। ওই ঘটনায় লাকসাম থানা পুলিশ গৃহবধূকে উদ্ধার করে এবং ধর্ষকদের সহযোগি এক নারী ও চার ধর্ষককে গ্রেপ্তার করে ১৭ মার্চ (সোমবার) দুপুরে কুমিল্লার আদালতের মাধ‍্যমে জেল হাজতে পাঠিয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments