ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা দক্ষিণ জেলার উদ্যোগে ওলামায়ে কেরাম ও বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা দক্ষিণ জেলার সভাপতি মুফতি শামসুদ্দোহার সভাপতিত্বে ১৯ মার্চ লাকসাম সোহাগ কমিউনিটি সেন্টারে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিয়েছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সদস্য আলহাজ্ব সেলিম মাহমুদ। তিনি বলেন, আমরা আগে যেরকম নিরাপদ ছিলাম না এখনো আমরা নিরাপদ নই।
আগে যেমন চাঁদাবাজি হয়েছে এখনো চাঁদাবাজি হচ্ছে। সকল ধরনের অন্যায়ের শুধু হাত বদল হয়েছে বাকি সব একই আছে।
এসব অন্যায় অপকর্ম থেকে বাঁচার জন্য আমানতদার ব্যক্তিদেরকে নির্বাচিত করতে হবে।
সৎ লোকের হাতে ক্ষমতা থাকলে কোন ধরনের অন্যায় অপকর্ম হবে না ইনশাআল্লাহ।
মাহমুদুর রহমান হাবিবের পরিচালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, গাজিমুড়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ আ,ন,ম, তাজুল ইসলাম, নুর উদ্দিন হামিদি, হাবিবুন নবী ইমন, নুরে আলম প্রমুখ।


