মাহে রমজান উপলক্ষে লাকসামে কর্মহীন ও হতদরিদ্র দুইশ’ পরিবারের মাঝে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করেছে ইয়ারা গ্রুপ।
১৯ মার্চ (বুধবার) বিকালে উপজেলার মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়নের আউশপাড়া গ্রামের কৃতি সন্তান ইয়ারা গ্রুপে’র ব্যবস্থাপনা পরিচালক মনির উদ্দিন পাটোয়ারী তার পারিবারিক উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করেন।
প্রতিটি পরিবারকে প্রায় ১৫ কেজি ইফতার সামগ্রী ও ঈদ উপহার প্যাকেট দেয়া হয়। ইফতার সমগ্রীর মধ্যে রয়েছে ডাল, তেল, খেজুর, পেঁয়াজ, আলু, মুড়ি ও ছোলা। এসময় উপস্থিত ছিলেন, মো. এমরান হোসেন পাটোয়ারী, মানিক হোসেন পাটোয়ারী, বদিউল আলম পাটোয়ারী, মাষ্টার এমরান হোসেন প্রমুখ।

এমরান হোসেন পাটোয়ারী জানান, প্রতি বছর পবিত্র রমজান উপলক্ষে গ্রামের কর্মহীন ও হতদরিদ্র মানুষকে পারিবারিকভাবে ইফতার সামগ্রী ও ঈদ উপহার দিয়ে সহযোগিতা করা হয়ে। এরই ধারাবাহিকতায় এবারও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। সারাদিন রোজা রেখে গ্রামের দরিদ্র পরিবারগুলো যাতে শান্তিতে ইফতার ও ঈদ করতে পারে সে জন্য এমন উদ্যোগ নেয়া হয়। আর এই উপহার সামগ্রী দিতে সহায়তা করেছেন ইয়ারা গ্রুপের ব্যস্থাপনা পরিচালক আমার বড় ভাই মনির উদ্দিন পাটোয়ারী।


