Friday, December 5, 2025
Google search engine
Homeসারাদেশলাকসাম সাংবাদিক ইউনিয়নের কমিটি পুনঃগঠন

লাকসাম সাংবাদিক ইউনিয়নের কমিটি পুনঃগঠন

কুমিল্লার লাকসাম সাংবাদিক ইউনিয়নের ১৬ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি পুনঃগঠন করা হয়েছে৷
২২ মার্চ শনিবার স্থানীয় রেস্তোরায় সংগঠনের নতুন ও পুরাতন সদস্যদের উপস্থিতিতে সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটের মাধ্যমে কার্যকরী কমিটির গঠিত হয়৷ এতে সভাপতি পদে মো. জাফর আহমদ, সাধারণ সম্পাদক পদে মো. আব্দুর রহিম (পুনরায়) সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে সেলিম চৌধুরী হীরা (পুনরায়) সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছে৷

সভার শুরুতে তিনটি পদে ভোটাভোটির পর উপস্থিত সকলের মধ্যে আলোচনা সাপেক্ষে কণ্ঠ ভোটের মাধ্যমে, সহ সভাপতি পদে মো. আহসান উল্লাহ, সহ-সাধারণ সম্পাদক পদে মো. আমজাদ হোসাইন, প্রচার সম্পাদক পদে মোঃ দেলোয়ার হোসাইন, দপ্তর সম্পাদক পদে মোহাম্মদ উল্লাহ, অর্থ সম্পাদক পদে মো. আমিনুল ইসলাম এবং মহিলা সম্পাদক পদে সারিয়া চৌধুরী নির্বাচিত হয়েছে৷

২০১৭ সালে ঘটিত লাকসাম সাংবাদিক ইউনিয়নের এটি তৃতীয় মেয়াদের কমিটি৷

উল্লেখ্য, গত ১৩ মার্চ লাকসাম সাংবাদিক ইউনিয়নের ১ম কার্যনিবাহী সদস্য মো. জাফর আহাম্মদের ডাকা তৃতীয় তলবী সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে ওইদিন ৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়৷ ওই কমিটি আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সকল কার্য সম্পাদন করার কথা বলা হয়েছিল৷

সেই আলোকে গত ১৬/০৩/২০২৫ আহবায়ক কমিটির আহ্বায়ক কর্তৃক ঘোষণা করা হয় যে, লাকসামে কর্মরত সংবাদকর্মীবৃন্দ আগামী পাঁচ দিনের মধ্যে লাকসাম সাংবাদিক ইউনিয়নে আবেদন করে সংগঠনের সদস্য হওয়ার সুযোগ গ্রহণ করতে পারবেন৷ পাশাপাশি সংগঠনের পুরনো সদস্যগণও একই সময়ের মধ্যে আবেদন করে তাদের সদস্যপদ নিশ্চিত করবেন৷

উক্ত ঘোষনার পর সদস্য হওয়ার জন্য (নতুন ও পুরাতন) মোট ২২টি আবেদন জমা পড়েছে তার মধ্যে যাচাই-বাছাই করে ১৬টি আবেদন চূড়ান্ত করা হয় এবং বাকি ছয়টি আবেদন অধিকতর যাচাই-বাছাইয়ের জন্য রাখা হয়েছে৷ পরবর্তীতে উক্ত ছয়টি আবেদনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এবং সদস্য সংগ্রহ প্রক্রিয়া চলমান থাকবে৷

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments