Saturday, December 13, 2025
Google search engine
Homeরাজনীতিজিয়াউর রহমান ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ গড়ার স্বপ্ন দেখিয়েছিলেন: আনোয়ারুল আজিম

জিয়াউর রহমান ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ গড়ার স্বপ্ন দেখিয়েছিলেন: আনোয়ারুল আজিম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও দেশ নায়ক তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র সংস্কারে বিএনপি’র ৩১দফা বাস্তবায়নে লাকসামে জনসভা করেছে বিএনপি ও সহযোগী সংগঠন। শনিবার (৩মে)লাকসাম উপজেলার ৩টি স্থানে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য কর্ণেল (অব:)এম আনোয়ারুল আজিম।

এসময় তিনি বলেন -বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। যে মহান মানুষটি বাঙালী জাতিকে ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলা গড়তে স্বপ্ন দেখিয়েছিলেন।

তিনি বলেন -আমি (কর্ণেল (অব:)এম আনোয়ারুল আজিম) লাকসাম -মনোহরগঞ্জের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ সর্বস্থরের মানুষকে নিয়ে অতীতের ন্যায় আগামী দিনেও সকল ক্ষেত্রে এগিয়ে যেতে চাই।আপনাদের ভালোবাসা নিয়ে আমৃত্যু (আপনাদের) পাশে থাকতে চাই।

কর্ণেল (অব:)এম আনোয়ারুল আজিম বলেন,লাকসাম-মনোহরগঞ্জ উপজেলায় সাজানো বিএনপিকে বর্তমানে অপনেতৃত্বের কারণে খন্ড বিখন্ড করে রেখেছে। উপজেলা দুটির সাংগঠনিক বর্তমান অবস্থা ধ্বংসের দ্বারপ্রান্তে। আমি আগামী দিনে আপনাদেরকে নিয়ে দলের অমঙ্গল হবে এমন সকল অপসিদ্ধান্তকে প্রতিহত করা হবে। বিষয়টি আমাদের (বিএনপির) অভিভাবক বিএনপির চেয়ারপার্সন ও সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও দেশ নায়ক তারেক রহমান এবং দায়িত্বপ্রাপ্ত সকল নেতাদের বিষয়টি অবগত করতে হবে।
পরে তিনি বিএনপির সকল নেতাকর্মী কে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও দেশ নায়ক তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র সংস্কারে বিএনপি’র ৩১দফা বাস্তবায়নে স্ব স্ব অবস্থান থেকে ভূমিকা রাখার আহবান জানান।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ছাত্র দলের সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শফিকুর রহমান শফিক, লাকসাম পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন, মঞ্জরুল আলম বাচ্চু,মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আবু ইউসুফ ভূঁইয়া, লাকসাম পৌরসভা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনিরুজ্জামান মনির,মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শরিফ হোসেন চেয়ারম্যান, উপজেলা বিএনপি নেতা খাজা আহমেদ, ইসমাইল হোসেন,এ এস এম কামরুল বারী মামুন, যুবদল নেতা দিদার হোসেন, জাহিদুল ইসলাম জাহিদ, আবুল বাশার, মোরশেদ আলম মুশু, লাকসাম উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক মাইন উদ্দিন সাকিব, ছাত্রদল নেতা ওমর ফারুক জিসান প্রমুখ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments