Friday, December 5, 2025
Google search engine
Homeরাজধানীলাকসামে বিশেষ চাহিদা সম্পন্ন (প্রতিবন্ধি) স্কুলছাত্রকে ইউএনও'র ওয়াকার উপহার

লাকসামে বিশেষ চাহিদা সম্পন্ন (প্রতিবন্ধি) স্কুলছাত্রকে ইউএনও’র ওয়াকার উপহার

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
সামাজিক যোগাযোগ মাধ‍্যম ফেসবুকে আরিফুর রহমান স্বপনের একটি মানবিক পোষ্ট নজরে আসায় লাকসাম উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ বিশেষ চাহিদা সম্পন্ন (প্রতিবন্ধি) এক স্কুল ছাত্রকে যাতায়াতের সুবিধার্থে একটি ওয়াকার উপহার দিয়েছেন।


সোমবার (১২ মে) বিকেলে লাকসাম উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের ছোট চাঁদপুর (চুনাতি) গ্রামের বাবুল মজুমদারের স্কুল পড়ুয়া ছেলে বিশেষ চাহিদা সম্পন্ন (প্রতিবন্ধি) পল্লব মজুমদারকে তার চলাফেরার সুবিধার্থে একটি ওয়াকার উপহার দেন লাকসামের মানবিক ইউএনও কাউছার হামিদ।


সম্প্রতি সামাজিক যোগাযোগ ফেসবুকে লাকসামের গণমাধ্যমকর্মী আরিফুর রহমান স্বপন বিশেষ চাহিদা সম্পন্ন (প্রতিবন্ধি) স্কুলছাত্র পল্লব মজুমদারের ছবি দিয়ে এবং তার স্বাভাবিক চলাফেরার জন‍্য ওয়াকার চেয়ে একটি মানবিক পোষ্ট করেন। মুহূর্তের মধ‍্যে ওই পোষ্ট নজরে আসে লাকসামের মানবিক ইউএনও কাউছার হামিদের। তাৎক্ষণিকভাবে তিনি ওই গণমাধ্যমকর্মীকে ফোন করে একটি ওয়াকার উপহার দেয়ার কথা জানান। সোমবার উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ তাঁর কার্যালয়ে স্কুলছাত্র পল্লবের হাতে উপহার হিসেবে ওই ওয়াকারটি তুলে দেন।


জানা যায়, বিশেষ চাহিদা সম্পন্ন (প্রতিবন্ধি) পল্লব মজুমদার উপজেলার বরইগাঁও জ‍্যোতিপাল মহাথের বৌদ্ধ অনাথ আশ্রম উচ্চ বিদ‍্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।


এক প্রতিক্রিয়ায় উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ বলেন- সমাজের কিছু ধর্নাঢ‍্য ব‍্যক্তি যদি তাদের নিজ নিজ অবস্থান থেকে স্বাধ‍্যমতে মানুষের কল‍্যাণে এগিয়ে আসেন, তাহলে সুবিধা বঞ্চিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠী উপকৃত হবে। এসময় তিনি সামাজিক যোগাযোগ ফেসবুকে এমন একটি পোষ্ট দেয়ায় গণমাধ্যমকর্মী আরিফুর রহমান স্বপনকে ধন্যবাদ জানান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments