সেনাবাহিনীর গোপন সংবাদের ভিত্তিতে ২১ মে লাকসামে যৌথবাহিনীর অভিযানে জুয়েল সাহা নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
লাকসাম আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন নাহিদ হাসান সৌরভ এর নেতৃত্বে যৌথ বাহিনীর ওই অভিযানে লাকসাম সাহা পাড়া এলাকার অহিন্দ্র সাহার ছেলে জুয়েল সাহা (৪০) কে ৭ বোতল বিদেশী মদ সহ গ্রেপ্তার করা হয়।
জুয়েল সাহা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত থাকার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথবাহিনী ওই অভিযান পরিচালনা করে বলে সূত্র জানিয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২২ মে লাকসাম থানার ১১ নং মামলায় জুয়েল সাহাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে লাকসাম থানা পুলিশ।


