Friday, December 5, 2025
Google search engine
Homeরাজধানীকউকের সাথে ইউনিয়ন হসপিটালের সমঝোতা স্মারক

কউকের সাথে ইউনিয়ন হসপিটালের সমঝোতা স্মারক

ইউনিয়ন হসপিটাল কক্সবাজার পিএলসি ও কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) এর মধ্যে স্বাস্থ্যসেবা বিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষর  হয়েছে।

২৭ মে, ২০২৫ইংরেজি, মঙ্গলবার, বেলা ১২টায় কউকের মাল্টিপারপাস হলরুমে আয়োজিত সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কউক চেয়ারম্যান মোহাম্মদ সালাহউদ্দিন ও ইউনিয়ন হসপিটাল কক্সবাজার পিএলসির চেয়ারম্যান মো. তবারক হোসেন।

উভয় প্রতিষ্ঠানের প্রতিনধিগণ তাঁদের বক্তব্যে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ ও ইউনিয়ন হসপিটাল কক্সবাজার পিএলসি পরস্পরের সহযোগিতা, অংশীদারিত্ব এবং পেশাদারিত্বের সাথে কাজ করার ঘোষণা দিয়েছেন।

স্বাগত বক্তব্যের পরপরই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন কউকের পক্ষে সদস্য (ইঞ্জিনিয়ারস) লে. কর্ণেল আবু নাইম মোহাম্মদ তালাত পিপিএম ও ইউনিয়ন হসপিটাল কক্সবাজার পিএলসির পক্ষে স্বাক্ষর করেন ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল মুকিত চৌধুরী।

এব্যাপারে ইউনিয়ন হসপিটাল পিএলসির ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল মুকিত চৌধুরী বলেন, কউকের সাথে এই চুক্তির মাধ্যমে তাদের কর্মকর্তা-কমচারীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রয়াস থাকবে।

কউক সদস্য ইঞ্জিনিয়ারস লে. কর্ণেল আবু নাইম মোহাম্মদ তালাত বলেন, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ এই অঞ্চলের উন্নয়নের জন্য ভূমিকা রাখছে। স্বাস্থ্য চুক্তির মাধ্যমে মেডিক্যাল ফ্যাসিলিটি গ্রহণ করতে যাচ্ছে। অবশ্যই-একটি ভালো উদ্যোগ, এই উদ্যোগের মধ্যদিয়ে কউকের কমকতা-কমচারীরা সুস্থ থেকে কক্সবাজারে উন্নয়নের জন্য সর্বদা কাজে নিয়োজিত থাকবে।

অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, ইউনিয়ন হসপিটাল কক্সবাজার পিএলসির ভাইস চেয়ারম্যান নছরুল্লাহ, হাসনা হুরাইন চৌধুরী, জুনাইদ কাদের, ডিএমডি মোঃ খোরশেদ আলম, মোহাম্মদ শাহজাহান, বেলাল উদ্দিন জয়, ডিরেক্টর এইচআর মোসলেম উদ্দিন, ডিরেক্টর ফিন্যান্স আল মামুন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments