Friday, December 5, 2025
Google search engine
Homeরাজনীতিইসলামী আন্দোলনের মহাসমাবেশ সফল করতে লাকসামে গণসংযোগ

ইসলামী আন্দোলনের মহাসমাবেশ সফল করতে লাকসামে গণসংযোগ

প্রয়োজনীয় রাষ্ট্রসংষ্কার, গণহত্যার বিচার, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে এবং দেশ ও ইসলামবিরোধী সকল ষড়যন্ত্র ও চক্রান্তের প্রতিবাদে আগামী ২৮ জুন ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ‍্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসমাবেশ সফল করার লক্ষ্যে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে দলের সংসদ সদস‍্য পদপ্রার্থী আলহাজ্ব সেলিম মাহমুদ গণসংযোগ ও মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন।


২৬ জুন (বৃহস্পতিবার) সকাল ১০ টায় লাকসাম মডেল মসজিদ মাঠ থেকে শতাধিক নেতাকর্মীর অংশগ্রহণে ওই গণসংযোগ ও শোভাযাত্রা শুরু হয়ে পাশ্ববর্তী মনোহরগঞ্জ উপজেলা মডেল মসজিদ মাঠে যাত্রা বিরতি শেষে পুনরায় লাকসাম মডেল মসজিদ মাঠে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।
সংক্ষিপ্ত সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য, কুমিল্লা-০৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব সেলিম মাহমুদ বলেন, লাকসাম-মনোহরগঞ্জকে সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতি, দুঃশাসন ও মাদকমুক্ত করতে চাই। কুমিল্লা-৯ আসনে ইসলামপন্থীদের ক্ষমতায় আনতে হাতপাখায় ভোট দেয়ার আহবান জানিয়ে তিনি বলেন, আল্লাহর এই জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চাই। আমি দায়িত্ব পেলে লাকসামকে সুন্দর করে সাজাবো ইনশাআল্লাহ। আল্লাহর আইন বাস্তবায়ন ফরজ উল্লেখ করে সেলিম মাহমুদ বলেন, আল্লাহর কাছে যেন জবাব দিতে পারি যে, আল্লাহর আইন বাস্তবায়ন করতে আমি এই দলের রাজনীতি করেছি, তাই আমার এই রাজনীতিতে আসা।


আল্লাহর আইন বাস্তবায়নে লাকসাম মনোহরগঞ্জের জনসাধারণকে আগামী ২৮ জুন ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ‍্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসমাবেশে যোগ দিয়ে ওই মহাসমাবেশ সফল করার আহবান জানান তিনি।
গণসংযোগে অন‍্যান‍্যদের মধ‍্যে উপস্থিত ছিলেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক এবং লাকসাম পৌরসভার মেয়র পদপ্রার্থী মাওলানা মোরশেদুল আলম, কেন্দ্রীয় সাংগঠনিক (কুমিল্লা বিভাগ) সম্পাদক, মুহাম্মদ নেছার উদ্দিন, কেন্দ্রীয় আলিয়া মাদ্রাসা সম্পাদক, ছাত্রনেতা রশীদ আহমাদ রায়হানসহ ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সকল সহযোগি সংগঠনের নেতাকর্মী।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments