অনলাইন ডেক্স:
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজারের কড়ইবাড়ি গ্রামে মাসহ দুই সন্তানকে হত্যার ঘটনায় র্যাব ও সেনাবাহিনীর পৃথক অভিযানে গ্রেপ্তার হওয়া ৮ আসামিকে কারাগারে প্রেরণ করা হয়েছে। পৃথক দুটি সময়ে গ্রেপ্তারকৃতদের পুলিশের মাধ্যমে আদালতে হাজির করা হলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে কুমিল্লার আদালত পরিদর্শক সাদেকুর রহমান বলেন- গ্রেপ্তার হওয়া ৮ আসামির প্রত্যেককে কারাগারে প্রেরণ করা হয়েছে। বাঙ্গরা বাজার থানা পুলিশের পক্ষ থেকে তাদের রিমান্ড আবেদন করা হবে।
গ্রেপ্তার হওয়া ৮ আসামি হচ্ছেন- কড়ইবাড়ি গ্রামের বাচ্চু মিয়া (মেম্বার), রবিউল আওয়াল, আতিকুর রহমান, মো. বায়েজ মাষ্টার, দুলাল, আকাশ, নাজিমুদ্দিন বাবুল ও ছবির আহমেদ।
গত ৪ জুলাই কুমিল্লার মুরাদনগর উপজেলাধীন বাঙ্গরাবাজার থানা এলাকার কড়ইবাড়িতে মাদক সম্পৃক্ততার অভিযোগ এনে নিজ বাড়িতে হামলা চালিয়ে রোকসানা বেগম রুবি, তার মেয়ে জোনাকি আক্তার ও ছেলে রাসেল মিয়াকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয় বিক্ষুব্ধ এলাকাবাসী। এই ঘটনায় রোকসানা বেগম রুবির মেয়ে রিক্তা আক্তার দুইদিন পর বাদী হয়ে ৩৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ২৫ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। এই মামলায় এ পর্যন্ত সেনাবাহিনী ও র্যাব পৃথক অভিযান চালিয়ে মোট আটজনকে গ্রেফতার করেছে। এর মধ্যে ৫ জুলাই সন্ধ্যায় সেনাবাহিনীর অভিযানে আটক নাজিমুদ্দিন বাবুল ও ছবির আহমেদ নামে ২ আসামিকে পুলিশের মাধ্যমে আদালতে তোলা হলে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। পরদিন ৬ জুলাই রবিবার বিকালে র্যাবের হাতে গ্রেপ্তার বাচ্চু মিয়া, রবিউল আওয়াল, আতিকুর রহমান, মো. বায়েজ মাষ্টার, দুলাল ও আকাশকে আদালতে তোলা হলে তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এদের মধ্যে বাচ্চু মিয়া হত্যা মামলায় সম্পৃক্ততা থাকার বিষয়ে আদালতকে জবানবন্দি দিবেন বলে জানিয়েছিলেন। পরে আদালত তার জবানবন্দী গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন করতে নির্দেশ দেন। কিন্তু আড়াই ঘণ্টা পর তিনি জবানবন্দি দিতে অপারগতা প্রকাশ করেন। এরপর আদালত তাকেও কারাগারে প্রেরণের নির্দেশ দেন।


