Friday, December 5, 2025
Google search engine
Homeরাজধানীজলাবদ্ধতা নিরসনে টানা বৃষ্টিতেও কাজ করছেন লাকসামের ইউএনও

জলাবদ্ধতা নিরসনে টানা বৃষ্টিতেও কাজ করছেন লাকসামের ইউএনও

লাকসাম -মনোহরগঞ্জ (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা:
২/৩দিনের টানা বৃষ্টিতে লাকসাম পৌরসভা ও উপজেলার বিভিন্ন স্থানে জলবদ্ধতা দেখা দিয়েছে। নাগরিকদের জীবনযাত্রার মান নিশ্চিত করতে টানা বৃষ্টিতেও দিনরাত কাজ করে যাচ্ছেন লাকসাম উপজেলা নির্বাহী অফিসার ও লাকসাম পৌরসভার প্রশাসক কাউছার হামিদ। বুধবার (৯জুলাই) সকাল ৯ টা থেকে লাকসাম পৌরসভার মিশ্রি,গাজীমুড়া, ভোজপারা সড়কসহ বিভিন্ন স্থানে জলবদ্ধতা নিরসনে কাজ করার স্তির চিত্র নেওয়া হয়েছে।

জানা যায়-গত কয়েকদিনের কানা বৃষ্টিতে লাকসাম উপজেলা ও পৌরসভার বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে। নাগরিকদের এই সকল সমস্যা সমাধানে মাঠে কোন জনপ্রতিনিধি না থাকায় দিনরাত সকল সমস্যা একাই দেখতে হচ্ছে লাকসাম উপজেলা নির্বাহী অফিসার ও লাকসাম পৌরসভার প্রশাসক কাউছার হামিদকে।লাকসামের জলবদ্ধতা নিরসনে গত কয়েক মাস থেকে কাজ করে আসছেন এই মানবিক অফিসার । এক্ষেত্রে তিনি নতুন ড্রেন নির্মাণ,পানি চলাচলের প্রতিবন্ধকতা অপসারণ,অবৈধ স্থাপনা উচ্ছেদ, জলাশয়-খাল-বিলে ময়লা আবর্জনা পরিষ্কার করিয়েছিলেন। লাকসাম উপজেলা, লাকসাম পৌরসভার কর্মকর্তা,লাকসামে কর্মরত সকল সাংবাদিক এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন কর্মসূচিটিতে সার্বিক সহযোগিতা করে আসছে।


লাকসাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফারুক আল শারাহ বলেন -লাকসাম উপজেলা নির্বাহী অফিসার হিসাবে কাউছার হামিদ যোগদান করার পর থেকে মানবিক অফিসার হিসাবে সর্বত্রই পরিচিতি লাভ করে আসছেন। যেখানে সমস্যা, সেখানেই লাকসামের ইউএনও।মানবিক এই কাজগুলো করার কারণে লাকসামের মানুষ তাঁকে মানবিক ও স্বেচ্ছাসেবী অফিসার হিসাবে চিনেন।

এবিষয়ে লাকসাম উপজেলা নির্বাহী অফিসার ও লাকসাম পৌরসভা প্রশাসক কাউছার হামিদ বলেন – ২০২৪সালে লাকসামে ভয়াবহ বন্যার সম্ভাব্য সমস্যাগুলো নিরসনে আমরা কাজ করছি। এক্ষেত্রে লাকসাম উপজেলা, লাকসাম পৌরসভার কর্মকর্তা,লাকসামে কর্মরত সকল সাংবাদিক এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন কর্মসূচিটিতে সার্বিক সহযোগিতা করে আসছেন।আমরা সমুন্নতি উদ্যোগে লাকসামকে এগিয়ে নিতে চাই। পরে তিনি সকল নাগরিককে রাস্ট্রের সকল নিয়ম নীতি মেনে চলার আহবান জানান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments