দেবব্রত পাল বাপ্পী, লাকসাম
‘‘ন্যায্য ও সম্ভ্যাবনায়ময় বিশ্বে পচ্ছন্দের পরিবার, গড়তে প্রয়োজন তারুন্যের ক্ষমতায়ন’’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার লাকসাম উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল সোমবার (১৪ জুলাই) সকালে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
লাকসাম উপজেলা মেডিকেল অফিসার (এমসিএইচ-এফসি) ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অঃ দাঃ) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লাকসাম উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক কাউছার হামিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাছির উদ্দিন, মৎস্য কর্মকর্তা মো. শওকত আলী, পৌর স্বাস্থ্য কর্মকর্তা ডা. আল এমরান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মুজাহিদুল ইসলাম প্রমুখ। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত উত্তরদা ইউনিয়ন প.প. পরিদর্শক বাবু মিহির কান্তি দাশ সহ অন্যান্য ইউনিয়ন প.প. পরিদর্শক বৃন্দ, সাংবাদিক, এনজিও, স্কুল, কলেজের শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কান্দিরপাড় ইউনিয়ন পরিষদ প. প. স্বাস্থ্য পরিদর্শক সুব্রত চৌধুরী।
প্রধান অতিথি ইউএনও কাউছার হামিদ তার বক্তব্যে বলেন, উপজেলা আজগরা ইউনিয়ন স্বাস্থ্য কর্মীগণ ভালো কাজের সাফল্য হিসাবে ১মস্থান অধিকার করেছেন। আমি স্বাস্থ্য বিভাগের সচিবের সাথে সহকারী হিসেবে কাজ করেছি মাদারীপুরে। আমি বিভিন্ন স্থানে ঘুরার সুযোগ হয়েছে। এখনকার যুগে প্রতিটি পরিবার ২টির বেশী বাচ্চা নিতে চায় না। প্রত্যোক পরিবার পরিকল্পনা মাফিক চলে। তাই আমি বলব এ সমাজে তারুন্যেরাই সব কিছু পারে ও পারবে। প্রত্যেক ইউনিয়ন ও ওয়ার্ড স্বাস্থ্যকর্মীগণ আন্তরিক ভাবে কাজ করলে নরমাল ভাবে মায়ের সন্তান প্রসব করতে পারবে। আমি সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম।


