নিজস্ব প্রতিবেদক, লাকসাম
আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর লাকসাম উপজেলা আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়৷ মিছিলটি লাকসাম পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাইপাস মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে মাধ্যমে সমাপ্তি হয়৷
সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা কুমিল্লা ৯ সংসদীয় আসনের জামায়াতে ইসলামিক মনোনীত প্রার্থী ড. সারোয়ার উদ্দিন সিদ্দিকি।
তিনি বলেন, বিএনপি আমাদের দীর্ঘদিনের রাজনৈতিক বন্ধু সংগঠন। কিন্তু সম্প্রতি তাদের মিছিল-মহড়ায় যেভাবে অশালীন ও অযৌক্তিক স্লোগান ব্যবহার করা হচ্ছে, তা অত্যন্ত দুঃখজনক ও বেদনার বিষয়। এইভাবে বিরোধিতার কারণে পতিত আওয়ামী লীগকে সুযোগ দেওয়া হবে, এ থেকে বিরত থাকার জন্য আহবান জানান৷
তিনি বলেন, রাজনীতি একটি আদর্শের জায়গা। সেখানে ভদ্রতা, শিষ্টাচার এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকা উচিত। যদি কোনো বন্ধুত্বপূর্ণ সংগঠনই এই ন্যূনতম শিষ্টাচার না মানে, তবে তা রাজনৈতিক ঐক্যে ফাটল ধরাতে পারে।
এ সময় তিনি আগামী ১৯ জুলাই ঢাকায় অনুষ্ঠেয় জামায়াতের কেন্দ্রীয় সমাবেশ সফল করতে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান।
ড. সারোয়ার উদ্দিন সিদ্দিকি গোপালগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামীলীগের সশস্ত্র বাহিনী এনসিপি’র নেতা কর্মীদের উপর যেই নিশংস হামলা করেছে তা উদ্বেগ প্রকাশ করেন তিনি এর নিন্দা ও প্রতিবাদ জানা৷
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটার জোবায়ের ফয়সাল, পৌরসভা জামায়াতে ইসলামীর আমির জয়নাল আবেদীন, পৌরসভা জামায়াতে ইসলামীর সেক্রেটারি শহিদুল্লাহ সহ ভিবিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ৷


