Friday, December 5, 2025
Google search engine
Homeরাজনীতিনাঙ্গলকোটে তারেক রহমানকে কটুক্তি প্রতিবাদে উপজেলা বিএনপি"র অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল

নাঙ্গলকোটে তারেক রহমানকে কটুক্তি প্রতিবাদে উপজেলা বিএনপি”র অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল

সাইফুল ইসলাম, লাকসাম,(কুমিল্লা) প্রতিনিধি:-

কুমিল্লা নাঙ্গলকোটের উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিয়ে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে এক বিশাল বিক্ষোভ মিছিল (১৮) জুলাই (শুক্রবার) নাঙ্গলকোট বাজারে অনুষ্ঠিত হয়েছে।

মিছিলটি নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল ডিগ্রি কলেজ গেইট থেকে শুরু করে থানা সহ বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে পাদক্ষিন করে বটতলা মোড়ে মিছিলটি শেষ হয়।

এই সময় পুরো এলাকায় সৃষ্টি হয় ব্যাপক রাজনৈতিক উত্তেজনা। বিক্ষোভের মুখে এলাকা জুড়ে যান চলাচলে ধীরগতি দেখা দেয়।
বিক্ষোভে নেতৃত্ব দেন কুমিল্লা দ: জেলা বিএনপির যুগ্ন-আহবায়ক ও উপজেলা যুগ্ম-আহবায়ক আলহাজ্ব মো: নজির আহাম্মদ ভূঁইয়া, ও নাঙ্গলকোট উপজেলা বিএনপির যুগ্ন-আহবায়ক সলিসিটর ইকরামুল হক মজুমদার এবং মিজানুর রহমান খোকন।

এছাড়া বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা ব্যানার-প্ল্যাকার্ড হাতে মিছিলে অংশ নেন। তারা সরকারবিরোধী নানা স্লোগান দেন এবং
তারেক রহমানের বিরুদ্ধে “কুরুচিপূর্ণ অপপ্রচারকারীদের” শাস্তির দাবি জানান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ন-আহবায়ক আরিফুল আলম নোমান, অধ্যাপক মোশারফ হোসেন, শহিদুল ইসলাম ভূইয়া, পৌরসভা বিএনপির সদস্য সচিব আব্দুল কাদের জিলানী, মনিরুজ্জামান মনির, উপজেলা বিএনপির সদস্য এড. কামরুল ইসলাম, এড আব্দুল বাশার সহ উপজেলা জাসদের সভাপতি জসিম উদ্দিন, নজরুল ইসলাম, জিয়া গবেষণা পরিষদের নেতা মো: হেলাল, যুবদল নেতা,উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মাহমুদ হুসাইন মজু: মাসুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments