জি.এম.এস রুবেল, লাকসাম(কুমিল্লা):
অদ্য ১৮ জুলাই (শুক্রবার) পশ্চিমগাঁওস্থ ঐতিহ্যবাহী চার ঘাটলা পুকুরে লাকসাম সিটি রানার গ্রুপের অর্ধশত সদস্যের অংশগ্রহণে আয়োজনটি জাঁকজমকপূর্ণ ও টানটান উত্তেজনায় সম্পন্ন হয়েছে। প্রতিযোগিতা শেষে প্রতিযোগিদেরকে মেডেল এবং শীর্ষ তিনজনকে বিজয়ী স্মারক প্রদান করা হয়েছে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লাকসাম সিটি রানার গ্রুপ এর সভাপতি আক্তারুজ্জামান স্বপনের সভাপতিত্বে আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক অভিজিৎ সাহা, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহাজান শেখ এবং সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন। লাকসাম সিটি রানার গ্রুপ একটি স্বাস্থ্য সচেতনতা মূলক সংগঠন উল্লেখ করে সংগঠনের সভাপতি আক্তারুজ্জামান স্বপন বলেন, আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য নিজে ভালো থাকা, পরিবারকে ভালো রাখার পাশাপাশি সমাজকে ভালো রাখা। তিনি সংগঠনের সদস্যদেরকে ধন্যবাদ জানান সাঁতার প্রতিযোগিতাসহ সকল কাজে অংশ নিয়ে সংগঠনকে এগিয়ে নেয়ার জন্য।
এই সময় উপস্থিত থেকে প্রতিযোগিদের হাতে পুরস্কার তুলে দেন, আলহাজ্ব মোঃ আবুল কালাম ভূঁইয়া, আল আমিন ইনস্টিটিউট এর সহকারি প্রধান শিক্ষক সহ-সভাপতি মোঃ আসলাম মিয়া, ইঞ্জিনিয়ার মোঃ কামরুজ্জামান ভূঁইয়া রিয়াদ, মোঃ মহসিন মজুমদার, অসীম সাহা, তরুণ কুমার দাস, মোহাম্মদ রমিজ উদ্দিন। এছাড়া ছিলেন সংগঠনের উপদেষ্টা মোঃ লুৎফুর রহমান জুয়েল, মোঃ হাবিবুর রহমান, ডাক্তার মোঃ আব্দুল মমিন প্রমুখ। অতিথিরা বলেন, সকাল বেলা হাটাহাটি করা নাগরিকদের সংগঠনটি নানানরকম কার্যক্রমে সুখ্যাতি অর্জন করেছে। আজকের সাঁতার প্রতিযোগিতা সে অর্জনের ডানায় নতুন পালক যোগ করলো।
৫০ জন প্রতিযোগির হাড্ডাহাড্ডি লড়াই দেখার মতো ছিল। এতে চ্যাম্পিয়ন দৈনিক অনুসন্ধান প্রতিদিন পত্রিকার লাকসাম প্রতিনিধি ডেন্টিস্ট মোঃ আমজাদ হোসেন ভূঁইয়া, দ্বিতীয় হয়েছেন, ব্যাবসায়ী নয়ন সাহা এবং তৃতীয় হন রানার গ্রুপের কোষাধ্যক্ষ ল মোঃ আবু ইউসুফ মজুমদার। শেষে হোম মেড কেক এবং খিচুড়ি ভোজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।


