Friday, December 5, 2025
Google search engine
Homeসারাদেশরাজাপুরে কবরস্থান রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন

রাজাপুরে কবরস্থান রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন

ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুরের ঘিগড়া গ্রামে পৈত্রিক কবরস্থান রক্ষা, প্রভাব খাটিয়ে জমিতে চাষাবাদ ও কবরস্থানের জায়গা জমি দখলের পায়তারার অভিযোগ প্ওয়া গেছে। শনিবার সকালে রাজাপুর সাংবাদিক ক্লাবে উপজেলার ঘিগড়া গ্রামের মৃত আকরাম হোসেন তালুকদারের ছেলে ভুক্তভোগী মোঃ হান্নান তালুকদার সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগ করে জানান, তার পিতা মৃত আকরাম হোসেন তালুকদারের নামে থাকা জমিটিতে পূর্ব পুরুষ তবাতুল্লা তালুকদারের কবরস্থান হিসেবে বহু বছর ধরে ব্যবহার হয়ে আসছে। ওই জমির মালিকানা নিয়ে ২০১৯ সাল থেকে দেওয়ানি মামলা (নং ৩১/২০১৯) চলমান রয়েছে। যার ওপর আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা জারি রয়েছে।

তিনি অভিযোগ করেন, গ্রামের প্রতিপক্ষ শহিদুল ইসলাম, মাছুম, হাবিবুর রহমান, আবু বকর ও অন্যরা জাল হেবা বেলওয়াজ দলিল তৈরি করে (দলিল নং-১১৮, তারিখ ০৪/০২/১৯৫৬) কবরস্থানের জমি ও পাশের জমিতে জোরপূর্বক চাষাবাদ চালিয়ে যাচ্ছেন। এ বিষয়ে আদালতে ২৪ টি দলিলের রিসিভার নিয়োগের জন্য একাধিকবার আবেদন করা হলেও প্রতিপক্ষরা সময় প্রার্থনা করে শুনানি দীর্ঘসূত্রিতায় করে জমিতে চাষাবাদ চালিয়ে যাচ্ছে। তিনি আরও জানান, প্রতিপক্ষ ওই এলাকার আবু হোসেন রাজু কবরস্থানের জমিতে বিক্রির জন্য সাইনবোর্ড লাগিয়েছে। ইমাম হোসেন নামে একজন সেখানে বসতঘর নির্মাণের চেষ্টা করছে যাতে আবদুল ছোবাহান তাদের সহায়তা করছেন। সংবাদ সম্মেলনে হান্নান তালুকদার দাবি করেন, এসব জালিয়াতির বিরুদ্ধে প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের হস্তক্ষেপ চাইলেও কেউ কার্যকর ব্যবস্থা নিচ্ছেন না। তিনি অবিলম্বে কবরস্থান রক্ষা, জাল দলিল বাতিল এবং দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। অভিযোগ অস্বীকার করে এ বিষয়ে আবু হোসেন রাজু দাবি করে জানান, দীর্ঘদিন ধরে তাদের নামে একের পর এক মামলা দিয়ে হয়রানি করে আসছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments