নিজস্ব প্রতিবেদক
বিএনপির গণমিছিলে অংশ নিয়ে কক্সবাজার সদর উপজেলা বিএনপির সদস্য সচিব ছৈয়দ নূরের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন কক্সবাজার-০৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামান। তিনি মরহুম নেতার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
এক বিবৃতিতে ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামান বলেন, সৈয়দ নূর জাতীয়তাবাদী আন্দোলনের একজন নিবেদিতপ্রাণ কর্মী। তিনি আমৃত্যু এই দলের জন্য কাজ করে গেছেন। মৃত্যুর আগমুহুর্ত পর্যন্তও তিনি ছিলেন বিএনপির মিছিলে।
তিনি বলেন, ছৈয়দ নুরের মৃত্যুতে বিএনপি পরিবারে গভীর শূণ্যতার সৃষ্টি হয়েছে। বিএনপির জন্য তার ত্যাগ কখনো ভুলবার নয়। তার শূণ্যতা অন্য কেউ পূরণ করতে পারবে না।
ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামান মরহুম বিএনপি নেতা ছৈয়দ নূরকে বেহেস্তের শ্রেষ্টতম স্থানে অধিষ্ঠিত করার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন। একই সাথে আল্লাহ যেন তার পরিবারের সদস্যদের শোক সইবার শক্তি দান করেন- এমন কামনা করেন।
প্রসঙ্গত, কক্সবাজার সদর উপজেলা বিএনপির সদস্য সচিব ছৈয়দ নুর রোববার (20 জুলাই) বিকালে কক্সবাজার পৌর, সদর, রামু ও ঈদগাঁও উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন আয়োজিত গণমিছিলে এসে হৃদরোগে আক্রান্ত হন। হাসপাতালে নেয়ার আগেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।


