Friday, December 5, 2025
Google search engine
Homeস্বাস্থ্যলাকসামে শতাধিক শিক্ষার্থীদের নিয়ে মধ্যাহ্নভোজ, কুরআন খতম ও দোয়া

লাকসামে শতাধিক শিক্ষার্থীদের নিয়ে মধ্যাহ্নভোজ, কুরআন খতম ও দোয়া

দেবব্রত পাল বাপ্পী, লাকসাম:
যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও দেশের শীর্ষ গণমাধ্যম দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে লাকসামে শতাধিক শিক্ষার্থীদের নিয়ে মধ্যাহ্নভোজ,কুরআন খতম ও দোয়ার আয়োজন করা হয়েছে।সোমবার (২১ জুলাই) বাদ আসর নামাজের পর লাকসাম পৌরসভার রাজঘাট এলাকায় অবস্থিত তাহযিবুল কুরআন ওয়াসসুন্নাহ মাদ্রাসায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়।

নামাজের আগে উক্ত মাদ্রাসার শতাধিক হাফেজ শিক্ষার্থীরা কুরআন খতম দিয়ে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের জন্য দোয়া প্রার্থনা এবং তার স্ত্রী যমুনা গ্রুপের বর্তমান চেয়ারম্যান সালমা ইসলাম ও তার পরিবারের সবার জন্য দোয়া কামনা করেন। পরে নামাজ শেষে এতিমদের নিয়ে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।দৈনিক যুগান্তর লাকসাম-মনোহরগঞ্জ উপজেলান্ত্রতিনিধি এম.এ মান্নানের আয়োজনে ও হাফেজ মাওলানা মুফতি মাহমুদুল হাসানের সঞ্চালনায় যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের কর্মময় জীবনী নিয়ে দোয়া ও আলোচনায় অতিথিদের বক্তব্যে বলেন, জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতার স্বাক্ষর রেখেছেন বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম। তিনি শিল্প খাতের একটি বিপ্লবের নাম। জীবনে দুই হাত ভরে দেশকে শুধু দিয়েই গেছেন। যৌবনে অস্ত্র হাতে ১৯৭১ সালে দেশমাতৃকার মুক্তির সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন।


অতিথিরা আরও বলেন, নুরুল ইসলাম শুধু শিল্প উদ্যোক্তা ছিলেন না, তিনি ছিলেন একজন সাহসী মুক্তিযোদ্ধা ও মানবিক মূল্যবোধে বিশ্বাসী মানুষ। তার আদর্শ ও সংগ্রামী চেতনা আমাদের আজও অনুপ্রাণিত করে। তিনি একজন বহুমুখী প্রতিভার অধিকারী, অন্যায়ের বিরুদ্ধে প্র্রতিবাদী ছিলেন। দেশের শিল্প, মিডিয়া ও কর্মসংস্থান খাতে তিনি অসামান্য অবদান রেখেছেন। তিনি শুধু একজন উদ্যোক্তা ছিলেন না, ছিলেন সমাজ ও দেশের জন্য নিবেদিত প্রাণ।যার আদর্শ আজও অনুপ্রেরণা হয়ে আছে দেশের হাজারও মানুষের হৃদয়ে। আলোচনায় বক্তব্য রাখেন- লাকসাম প্রেস ক্লাবের সভাপতি ও সাপ্তাহিক লাকসাম পত্রিকার সম্পাদক নুর উদ্দিন জালাল আজাদ, লাকসাম উপজেলা যুবদলের আহবায়ক জিল্লুর রহমান ফারুক, মাওলানা আবুল খায়ের (আবুল), সাংবাদিক ওমর ফারুক, নুরে আলম মানিক।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- লাকসাম প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও কালবেলা প্রতিনিধি আবুল কালাম, ক্রীয়া ও সাংস্কৃতিক সম্পাদক আরফাতুল করিম রিমু, সাংবাদিক দেবব্রত পাল বাপ্পি, আবদুর রশিদ, কামরুজ্জামান রিয়াদ, , সৌরভ হোসেন, আবদুর রহমান,পুলিশ কর্মকর্তা আবদুর রহমান, আলমগীর হোসেন,উক্ত মাদ্রাসার প্রতিষ্ঠিতা পরিচালক জালালুদ্দিন, শিক্ষক আবদুর রহমান, জাকারিয়া, শহিদুল ইসলাম, আবদুল্লাহ, ইমদাদুলহ প্রমুখ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments