Friday, December 5, 2025
Google search engine
Homeনির্বাচিত সংবাদঅটোরিকশা বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার খাদে, নিহত ১

অটোরিকশা বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার খাদে, নিহত ১

নিজস্ব প্রতিবেদক:
ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দির গৌরীপুরে প্রাইভেটকার নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায়। এ ঘটনায় সাইফুল ইসলাম (৪২) নামে একজন নিহত হয়। তার বাড়ি কুমিল্লা নগরীর পুলিশ লাইন এলাকায়।


সোমবার  বিকেল সাড়ে তিনটায় এ দূর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ মোঃ রুহুল আমিন। তিনি জানান, দূর্ঘটনার পর সাইফুল ইসলামকে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। পরে পুলিশ খবর পেয়ে মরদেহ ও দূর্ঘটনা কবলিত প্রাইভেটকার থানায় নিয়ে আসে। বিকেল সাড়ে ৫ টার দিকে আইননানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তবে কিভাবে দূর্ঘটনাটি ঘটেছে এ বিষয়ে জানে না পুলিশ।


এদিকে এক প্রত্যক্ষদর্শীরা জানান, প্রাইভেটকারটি ঢাকামূখী ছিলো। উল্টোদিক থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে পাশ কেটে যাওয়ার সময় প্রাইভেটকারটি খাদে গিয়ে পরে। খাদে প্রচুর পানি ও কচুরীপানা থাকায় সেখান থেকে উদ্ধার করতে দেরি হয়ে যায়।


এদিকে নিহত সাইফুলের  স্বজনরা দাবি করেন, জরুরী কাজে সাইফুল ঢাকা যাচ্ছিলো। পথে দূর্ঘটনায় তিনি মারা যান। তার সাথে বেশ কিছু টাকা ছিলো। সেগুলো আর পাওয়া যায়নি।


এদিকে সাইফুলের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে। নিহত সাইফুল  স্ত্রী ও এক ছেলে এক মেয়ে রয়েছে। তিনি ফিউরিয়াস মটো ক্লাবের প্রেসিডেন্ট ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments