মনোহরগঞ্জ প্রতিনিধি:
মনোহরগঞ্জে আজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো বিএনপির কাউন্সিল সভা। তবে স্থানীয় রাজনৈতিক দ্বন্দ্বের কারণে অনুষ্ঠানটি উত্তপ্ত পরিস্থিতিতে রূপ নেয়।
কর্নেল (অব.) আনোয়ারুল আজিম (বীর প্রতীক)-এর কন্যা ও বিএনপি নেত্রী সামিরা আজিম দোলার সমর্থকদের অভিযোগ, তাদের উপেক্ষা করে কালাম গ্রুপ কাউন্সিলের নামে মনোনয়ন প্রক্রিয়ায় স্বজনপ্রীতি মাধ্যমে কমিটি গঠন করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কাউন্সিলের পূর্বঘোষিত স্থানে দোলা আজিমের অনুসারীরা উপস্থিত হলে সেখানে বিক্ষোভ শুরু হয়। তারা ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দিয়ে কালাম গ্রুপের কাউন্সিলকে অবৈধ ও পক্ষপাতদুষ্ট বলে আখ্যা দেন।
এই সময় দোলা আজিমের ঘনিষ্ঠ এক কর্মী বদু সংঘর্ষে গুরুতর আহত হন। তাকে তাৎক্ষণিক হাসপাতালে নেয়া হয়। ঘটনার পরে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।
দোলা আজিমের সমর্থকদের দাবি, তৃণমূল নেতাকর্মীদের মতামত উপেক্ষা করে গোপনে পছন্দের প্রার্থীদের অর্থের বিনিময়ে দায়িত্ব প্রদান করা হয়েছে। অথচ দোলা আজিমের অনুগত অনেক ত্যাগী নেতাকর্মীকেই কাউন্সিল প্রক্রিয়া থেকে বাদ রাখা হয়েছে।
স্থানীয় বিএনপির রাজনীতিতে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। তৃণমূল পর্যায়ে এই কমিটি কতটা গ্রহণযোগ্য হবে, তা নিয়েও উঠছে প্রশ্ন।
এ বিষয়ে সংশ্লিষ্ট নেতৃবৃন্দ এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য না করলেও, রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই বিভাজন দীর্ঘমেয়াদে দলীয় ঐক্যের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে।
বিস্তারিত ঘটনা তদন্ত ও পরবর্তী পদক্ষেপের জন্য দলীয় হাইকমান্ডের হস্তক্ষেপ কামনা করেছেন মনোহরগঞ্জের সাধারণ নেতাকর্মীরা।


