কুমিল্লার লাকসামে শনিবার (২৬ জুলাই) রাতে স্থানীয় একটি রেস্তোরায় ৪নং ওয়ার্ড লাকসাম পৌরসভা বাংলাদেশ জামায়াত ইসলামী এর উদ্যোগে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশ ৪নং ওয়ার্ড লাকসাম পৌরসভা আমীর ফয়সাল হোসেন মুন্সির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লাকসাম পৌরসভা আমীর জয়নাল আবেদীন পাটোয়ারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশ লাকসাম পৌরসভা সেক্রেটারী মাও. মু শহিদ উল্যাহ।
বাংলাদেশ জামায়াতে ইসলামী লাকসাম পৌরসভা আমীর জয়নাল আবেদীন পাটোয়ারী বক্তব্যে বলেন, অতীতে এ দেশে অনেক সরকার এসেছে। এখন আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী পতাকা তলে এসে একত্রিত হয়ে জামায়াত কে একটি বারের মত ক্ষমতায় আনি।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ৪নং বাংলাদেশ জামায়াতে ইসলামী ইউনিট সদস্য মোঃ জহিরুল ইসলাম। পরিশেষে মুনাজাত পরিচালনা করেন বাইতুন নূর জামে মসজিদের খতিব মাও. জাকির হোসেন।


