Friday, December 5, 2025
Google search engine
Homeখেলাধুলাজুলাই-আগস্ট শহীদদের স্মরণে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ক্রিকেট টুর্নামেন্ট শুরু

জুলাই-আগস্ট শহীদদের স্মরণে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ক্রিকেট টুর্নামেন্ট শুরু

স্টাফ রিপোর্টর॥
অমৃত লাল দে কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ চলমান মাসের ২৫ জুলাই (শুক্রবার) থেকে শুরু হয়েছে ‘জুলাই-আগস্ট অভ্যুত্থান শহীদ স্মৃতি শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫’।  টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন- বরিশাল বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম।  আয়োজনে অংশগ্রহণ করেছে বিশ্ববিদ্যালয়ের ১৬ বিভাগ।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, “১৯৯২ সালে দানবীর অমৃত লাল দে যে কলেজ প্রতিষ্ঠা করেন, সেখান থেকে প্রতিবছর বহু মেধাবী শিক্ষার্থী বের হয়ে দেশের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত হচ্ছেন। তাদের অনেকে এখন বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থী হিসেবে যুক্ত আছেন এবং এখনও কলেজের প্রতি দায়বদ্ধতা অনুভব করেন। অ্যালামনাই অ্যাসোসিয়েশন এই সংযোগকে কার্যকর কর্মসূচির মাধ্যমে রক্ষা করছে।”

তিনি আরও বলেন, “জুলাই-আগস্টের শহীদদের আত্মত্যাগ আমাদের নতুন এক বাংলাদেশের পথ দেখিয়েছে। টুর্নামেন্টের মতো আয়োজন সেই চেতনাকে আরও ছড়িয়ে দিচ্ছে। গতবছরের গণ-আন্দোলনের মতো, আজকের তরুণদেরও দেশপ্রেম নিয়ে এগিয়ে আসতে হবে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের নানা সংকট কাটিয়ে ওঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।”

সিএসই বিভাগের শিক্ষার্থী মো. আহসান রাব্বি বলেন, “খেলাধুলা শরীর ও মনের বিকাশে গুরুত্বপূর্ণ। এই টুর্নামেন্ট শুধু প্রতিযোগিতা নয়, বরং শহীদদের স্মরণ ও দেশপ্রেম জাগরণের একটি মাধ্যম।” সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. শাওন বলেন, “গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ আমাদের প্রেরণা। এই প্রথমবার জুলাই- আগস্ট মাসে সব বিভাগের শিক্ষার্থীরা একসাথে এমন একটি আয়োজনে যুক্ত হয়েছে। আয়োজকদের ধন্যবাদ জানাই।”

অমৃত কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. তাহসিন নাবিল বলেন, “গত বছর এই সময়ে আমরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ছিলাম। অনেক মানুষ শহীদ হয়েছেন। তাদের স্মরণ ও চেতনা বাঁচিয়ে রাখতেই এই টুর্নামেন্ট। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের ঐকান্তিক সহযোগিতায় এটি বাস্তবায়ন হচ্ছে।

তবে উদ্বেগের বিষয়, কিছু কুচক্রী মহল আমাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। কিন্তু ছাত্র-জনতা এই আয়োজন সফল করে তাদের জবাব দেবে।” উল্লেখ্য, একটি মহল চাঁদাবাজির অভিযোগ তুললেও তার কোনো বাস্তব প্রমাণ মেলেনি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments