লাকসাম প্রতিনিধি:
‘‘ফুলের মত ফুটবো মোরা, আলোয় ন্যায় ছুটবো জ্ঞানের আলো নিয়ে দেশটাকে গড়বো’’ এ প্রতিপাদ্য কে সামনে রেখে কুমিল্লার লাকসামে বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে লাকসাম পৌর অডিটরিয়ামে লাকসাম উপজেলা ও পৌরসভার উদ্যোগে লাকসাম উপজেলা ২০২৫ সালের এসএসসি/ সমমানের পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থী ৩৫৫ জনকে সংবর্ধনা দেয়া হয়েছে।
লাকসাম উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ নাছির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা নির্বাহী অফিসার ও লাকসাম পৌর প্রশাসক কাউছার হামিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী মোঃ জাকের হোসেন,সহকারী কমিশনার (ভূমি) মৃনাল কান্তি বড়–য়া, লাকসাম থানা অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা, এলজিইডি প্রকৌশলী মোঃ সাদিকুল জাহান রিদান, পিআইও আহম্মেদ উল্লাহ সবুজ, লাকসাম পৌরসভা হিসাব রক্ষক কর্মকর্তা আখতার হোসেন প্রমুখ।
প্রধান অতিথি লাকসাম উপজেলা নির্বাহী অফিসার ও লাকসাম পৌর প্রশাসক কাউছার হামিদ বক্তব্যে বলেন, তোমরা সকলে ভাল করেছ তাই তোমাদেরকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। তোমাদের ভবিষ্যত জীবন গড়তে কঠোর পড়াশুনা ও মনোযোগী হতে হবে। তবে তোমরা সাফল্য লাভ করবে।
লাকসাম উপজেলা ও পৌর প্রশাসকের পক্ষ থেকে তোমাদের সকলে রজনীগন্ধ্যার শুভেচ্ছা জানাচ্ছি। তার পাশাপাশি সকল অভিভাবকদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আপনারা সকলে ভাল থাকেন।


