Friday, December 5, 2025
Google search engine
Homeসারাদেশলাকসামে জুলাই বিপ্লবের বর্ষপূর্তিতে শহীদ পরিবারকে সম্মাননা-সহ নানা আয়োজন

লাকসামে জুলাই বিপ্লবের বর্ষপূর্তিতে শহীদ পরিবারকে সম্মাননা-সহ নানা আয়োজন

লাকসাম প্রতিনিধি:

কুমিল্লার লাকসামে জুলাই বিপ্লবের (৩৪ জুলাই) বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। রোববার (৩ আগস্ট) সুরক্ষা সিটির উদ্যোগে গ্রীন ক্যাসেল রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে রচনা প্রতিযোগিতা, চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও লাকসাম-মনোহরগঞ্জের ৩ জন শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা ও ১০ হাজার টাকা অনুদান দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ। বক্তব্যে তিনি বলেন, জুলাই থেকে শিক্ষা নিয়ে বৈষম্যহীন সমাজ গড়তে হবে এবং তা শুরু করতে হবে পরিবার থেকেই।
সুরক্ষা সিটির ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান ভুট্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, লাকসাম পৌরসভা জামায়াতের আমীর জয়নাল আবেদীন পাটোয়ারী, লাকসাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফারুক আল শারাহ, নবাব ফয়জুন্নেছা ও বদরুন্নেসা যুক্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন হেলাল, আব্দুল মালেক ইনস্টিটিউটের (রেলওয়ে হাইস্কুল) প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, লাকসাম শহর ছাত্রশিবিরের সভাপতি মো. নাজমুল ইসলাম।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব আবু বকর জাহিদ, সুরক্ষা হাসপাতালের নির্বাহী পরিচালক হাফেজ শাহ আলম মজুমদার ও আব্দুল মালেক হিরণ।
অনুষ্ঠানের সহযোগিতায় ছিলেন- প্রবাসী পল্লী, সওয়াব ফাউন্ডেশন ও মনোহরগঞ্জ উন্নয়ন ফোরাম।

ছবির ক্যাপশন: লাকসামে জুলাই বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments