Friday, December 5, 2025
Google search engine
Homeজাতীয়বাস চাপায় অটোরিকশার যাত্রী প্রবাস ফেরত যুবকের মৃত্যু

বাস চাপায় অটোরিকশার যাত্রী প্রবাস ফেরত যুবকের মৃত্যু

বুড়িচং প্রতিনিধি:
কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বুড়িচং উপজেলার পারুয়ারা এলাকায় বাস চাপায় সিএনজি অটোরিকশার যাত্রী প্রবাস ফেরত এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।রোববার (৩ আগস্ট)দুপুরে উপজেলার পারুয়ারা দাখিল মাদ্রাসার সামনেএ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।নিহত ইব্রাহীম সরকার (৩২) কুমিল্লার দেবিদ্বার উপজেলার সুবিল ইউনিয়নের সরকারবাড়ির বাসিন্দা।

দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার দুপুরে কুমিল্লা থেকে মুরাদনগরগামী যাত্রীবাহী ফারজানা পরিবহনের দ্রুতগামী একটি বাস বুড়িচং উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের পারুয়ারা দাখিল মাদ্রাসার সামনে বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে বাসের নিচে ঢুকে যায় এবং ঘটনাস্থলেই যাত্রী ইব্রাহীম সরকার মারা যান। গুরুতর আহত চারজনকে স্থানীয়রা উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

দুর্ঘটনার পর মহাসড়কে সাময়িক যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বলেন,দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে বাস ও সিএনজি জব্দ করেছি। মরদেহটি হাইওয়ে থানায় রাখা হয়েছে। সম্প্রতি তিনি প্রবাস থেকে দেশে আসেন বলে আমরা জানতে পেরেছি। দুর্ঘটনায় আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। বাসচালক ও হেলপার পলাতক রয়েছে, তাদের আটকের চেষ্টা চলছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments