নিজস্ব প্রতিবেদক
সৌদি আরবে ওমরাহ পালন করতে গিয়ে কক্সবাজার-০৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল ও তাঁর পরিবার সড়ক দূর্ঘটনার শিকার হওয়ায় খুবই মর্মাহত হয়েছেন একই আসনের আরেক সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামান। তিনি লুৎফুর রহমান কাজল ও তাঁর পরিবার বড় ধরণের দূর্ঘটনা থেকে রক্ষা পাওয়ায় মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেন। একই সাথে তিনি লুৎফুর রহমান কাজলের প্রতি সহমর্মিতা প্রকাশও করেছেন।
ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামান এক বিবৃতিতে বলেছেন, মহান আল্লাহ তাঁর অপার দয়া ও মহিমায় বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল এবং তাঁর পরিবারের সদস্যদের রক্ষা করেছেন। মহান আল্লাহ কোন ধরণের অঘটন ছাড়াই সকলকে সুস্থ রেখেছেন, তার জন্য মহান রবের কাছে শুকরিয়া, আলহামদু লিল্লাহ।
তিনি বিবৃতিতে জানান, লুৎফুর রহমান কাজলের এই ধরণের দূর্ঘটনায় তিনি খুবই মর্মাহত হয়েছেন এবং কাজল ও তাঁর পরিবারের সকলের প্রতি সহমর্মিতা জানিয়েছেন।
তিনি আশা করেন, পবিত্র ওমরাহ শেষে লুৎফুর রহমান কাজল ও তাঁর পরিবার সুস্থ ও নিরাপদে দেশে ফিরে আসবেন, ইনশা আল্লাহ।


