Friday, December 5, 2025
Google search engine
Homeরাজধানীটেকনাফে ফের নৌকাসহ ১২ জেলেকে ধরে নিয়ে গেছে আরকান আর্মি

টেকনাফে ফের নৌকাসহ ১২ জেলেকে ধরে নিয়ে গেছে আরকান আর্মি

মাহফুজুর রহমান মাসুম ,টেকনাফ:
টেকনাফ উপজেলা নাইক্ষ্যংদিয়া এলাকা বঙ্গোপসাগর থেকে ফেরার পথে আবারো নৌকাসহ ১২ জেলেকে ধরে নিয়ে গেছে আরকান আর্মি।

বিষয় নিশ্চত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন। তিনি বলেন, নৌকাসহ ১২ জেলে আটক হওয়ার বিষয়টি শুনেছি। বাংলাদেশের জলসীমা অতিক্রম করায় তাদের কে আটক করা হয়।

এ বিষয়ে আমরা সম্মিলিত ভাবে কাজ করছি। যাতে জেলেদের দ্রত ফেরত আনা যায়।

স্থানীয় বাসিন্দা ও ট্রলার মালিকদের অভিযোগ, এই অপহরণের সঙ্গে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির (এএ) সদস্যরা জড়িত।

শনিবার (২৩ আগস্ট) দুপুরে টেকনাফ ফেরার পথে নাইক্ষ্যংদিয়া এলাকায় এই ঘটনা ঘটে।

অপহৃত জেলেরা হলেন, মোঃ আলি আহমদ (৩৯), মোহাম্মদ আমিন (৩৪), ফজল করিম (৫২), কেফায়েত উল্লাহ (৪০), সাইফুল ইসলাম (২৩), সাদ্দাম হোসেন(৪০), মো: রাসেল (২৩) মো: সোয়াইব (২২) আরিফ উল্লাহ (৩৫), মোহাম্মদ মোস্তাক (৩৫), নুরুল আমিন (৪৫)। তারা সবাই টেকনাফের শাহপরীর দ্বীপের বিভিন্ন গ্রামের বাসিন্দা।

নৌকার মালিক সোলতান আহমেদ বলেন, তার নৌকায় ১২ জেলে সাগরে মাছ শিকার যায়। এসময় বৈরী আবহাওয়ার কারনে জেলেরা ঘাটে রওনা করে। এতে আরাকান আর্মির সদস্যরা নৌকাসহ জেলেদের ধরে নিয়ে যায়। যার কারনে জেলেরা অনিরাপদে রয়েছেন। এ ধরনের ঘটনা প্রতিনিয়ত ঘটছে। এটির স্থায়ী সমাধান হওয়া দরকার।

বিজিবি বলছে, গত আট মাসে বাংলাদেশ-মিয়ানমার সীমারে নাফ নদসহ সংলগ্ন এলাকা থেকে অন্তত ২৩০ জেলেকে অপহরণ করে আরাকান আর্মি। এর মধ্যে চলতি বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত অপহৃত হন ১৫১ জন। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সহায়তায় এদের মধ্যে প্রায় ২০০ জনকে কয়েক দফায় ফেরত আনা হয়।

ইতিপূর্বে গত ১২ আগস্ট টেকনাফের নাফ নদীর মোহনা থেকে মাছ ধরতে যাওয়া এক নৌকার পাঁচ জেলেকে নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনা নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে ধরে নিয়ে যায় মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)।

সাগর থেকে মাছ ধরে ফেরার পথে আরাকান আর্মির সদস্যরা তাদের ধরে নিয়ে যায়। এখনো তারা আরকান আর্মির হাতে আটক রয়েছে

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments