Friday, December 5, 2025
Google search engine
Homeজাতীয়লাকসামে টিসিবি ডিলারের বিরুদ্ধে পণ্য আত্মসাতের অভিযোগ

লাকসামে টিসিবি ডিলারের বিরুদ্ধে পণ্য আত্মসাতের অভিযোগ

সেলিম চৌধুরী হীরা, লাকসাম :

কুমিল্লার লাকসামে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ডিলার মেসার্স নাফিসা এন্টারপ্রাইজ এর বিরুদ্ধে টিসিবি’র পণ্য আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. এহসানুল হক ও তাঁর প্রতিনিধিদের বিরুদ্ধে পরপর দুইদিন প্রায় দুই শতাধিক মানুষের পণ্য আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে।

গত ১৩ আগস্ট ২০২৫ তারিখে লাকসাম পৌরসভাধীন গাজীমুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে টিসিবির পণ্য বিক্রির জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্ধারণ করা হয়। কিন্তু ডিলারের প্রতিনিধি ফয়েজুল ইসলাম প্রায় ৪০০ জনের কাছে পণ্য বিক্রির পর অবশিষ্ট প্রায় ১০০ জনের পণ্য ট্রাকে করে সরিয়ে নেন। এলাকাবাসী জিজ্ঞাসা করলে তিনি জানান, ওই পণ্য ধামৈচা ও ফতেপুর এলাকায় বিক্রি করবেন। পরে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের মাধ্যমে জানা যায়, ট্রাকটি আসলে বাইপাস হয়ে সরাসরি ডিলারের নিজস্ব গোডাউনের দিকে চলে যাচ্ছিল।

ট্রাকচালক রবিউল হোসেনও স্বীকার করেন যে, তাঁরা ধামৈচা বা ফতেপুরে না গিয়ে সরাসরি ডিলারের গুদামে যাচ্ছিলেন। এছাড়া আগের দিন (১২ আগস্ট) নশরতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকেও প্রায় ১০০ জনের জন্য বরাদ্দকৃত পণ্য সরাসরি গোডাউনে নেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া যায়।

এই ঘটনায় স্থানীয় প্রশাসন তদন্ত চালিয়ে টিসিবি ডিলারের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পান। পরপর দুইদিন এ ধরনের ঘটনা ঘটায় সংশ্লিষ্ট ডিলারের লাইসেন্স বাতিল ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হয়েছে।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, এ ধরনের অনিয়ম টিসিবির ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে এবং সাধারণ মানুষ সরকারের ভর্তুকির সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। তারা দায়ীদের বিরুদ্ধে দ্রুত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ বলেন, এই ঘটনার সত্যতা মিলায় আমরা সংশ্লিষ্ট ডিলারের লাইসেন্স বাতিল ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত ভাবে সুপারিশ করেছি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments