Friday, December 5, 2025
Google search engine
Homeরাজনীতিলাকসামে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ড. জাহাঙ্গীরের প্রচারপত্র বিতরণ

লাকসামে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ড. জাহাঙ্গীরের প্রচারপত্র বিতরণ

আরিফুর রহমান স্বপন, কুমিল্লা প্রতিনিধি :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত সচিব ড. একেএম জাহাঙ্গীর প্রচারপত্র বিতরণ করেছেন।

প্রচারপত্রে তিনি এলাকার উন্নয়ন, কর্মসংস্থান, শিক্ষা ও মাদকমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন।
বুধবার (২৭ আগষ্ট) লাকসাম বাজার ও তৎসংলগ্ন এলাকার বিভিন্ন স্থানে প্রচারপত্র বিতরণ করেছেন। এসময় লাকসাম প্রেস ক্লাবের সাংবাদিকসহ তার অনুসারী নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ড. জাহাঙ্গীর জনপ্রশাসন মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত সচিব এবং মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। তার বড় ভাই বীরমুক্তিযোদ্ধা প্রয়াত এটিএম আলমগীর ১৯৯১ থেকে ১৯৯৬ পর্যন্ত এ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস‍্য ছিলেন। ড. জাহাঙ্গীর দীর্ঘ কর্মজীবনে তিনি জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার, যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব ও সচিব পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি অস্ট্রেলিয়ার মনাশ বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের প্রচারপত্র ছাড়াও নিজস্ব আরেকটি প্রচারপত্রে ড. একেএম জাহাঙ্গীর লাকসাম-মনোহরগঞ্জকে আধুনিক মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন। তিনি কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, কর্মসংস্থান সৃষ্টি ও মাদকমুক্ত সমাজ গঠনের ওপর বিশেষ গুরুত্ব দেন। এছাড়া দারিদ্র্য বিমোচন, নারী-শিক্ষার প্রসার এবং আধুনিক প্রযুক্তির সমন্বয়ে ‘ডিজিটাল উপজেলা’ গড়ার প্রতিশ্রুতি দেন।

লাকসাম প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তিনি কুমিল্লা দক্ষিণ নামে নতুন জেলা বাস্তবায়ন নিয়ে কাজ করার ঘোষণা দেন। তিনি বলেন, জনগণের ভালোবাসা ও সহযোগিতা নিয়ে তিনি লাকসাম-মনোহরগঞ্জের উন্নয়নে নিবেদিতপ্রাণ হয়ে কাজ করতে চান।

এলাকার সাধারণ মানুষও তার সামাজিক কর্মকাণ্ড ও শিক্ষানুরাগী ভূমিকার কারণে তাকে একজন যোগ্য প্রার্থী হিসেবে দেখছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments