Friday, December 5, 2025
Google search engine
Homeজাতীয়এডভোকেট খালেকুজ্জামান স্মরণে বিতর্ক কর্মশালা শুরু

এডভোকেট খালেকুজ্জামান স্মরণে বিতর্ক কর্মশালা শুরু

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজার-০৩ (সদর-রামু) আসনের সাবেক সংসদ সদস্য, আলোচিত পার্লামেন্টারিয়ান এডভোকেট মোহাম্মদ খালেকুজ্জামান স্মরণে ‘এডভোকেট খালেকুজ্জামান স্মৃতি বিতর্ক প্রতিযোগিতা-২০২৫’কে সামনে রেখে শিক্ষার্থীদের জন্য বিতর্ক কর্মশালা শুরু হয়েছে। কর্মশালার প্রথম দিনে কক্সবাজার পৌরসভা ও সদর উপজেলার স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এডভোকেট খালেকুজ্জামান স্মৃতি পরিষদ এই প্রতিযোগিতা ও কর্মশালার আয়োজন করছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, সাবেক সংসদ সদস্য এডভোকেট মোহাম্মদ খালেকুজ্জামানের শাহাদত বার্ষিকীকে সামনে রেখে তিনটি গ্রুপে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। প্রতিযোগিতার আগে অংশগ্রহণকারিদের প্রশিক্ষিত করতে সংসদীয় আসনের তিন উপজেলা ও কক্সবাজার পৌরসভার শিক্ষার্থীদের বিতর্ক কর্মশালায় নিয়ে আসা হয়েছে।

সুত্র মতে, প্রথম দিন শুক্রবার কক্সবাজার সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে কক্সবাজার পৌরসভা ও সদর উপজেলার ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। কর্মশালায় তাদের প্রশিক্ষণ দেন ঢাকা বিশ^বিদ্যায় ডিবেটিং সোসাইটির প্রশিক্ষণ ও লিয়াঁজো সম্পাদক মাহিম পারভেজ ও ঢাকা বিশ^বিদ্যালয় ডিবেটিং সোসাইটির উপ-দফতর সম্পাদক বিতার্কিক রিদওয়ান মুহসিন। প্রথম দিনের কর্মশালায় সভাপতিত্ব করেন ঈদগাহ ফরিদ আহমেদ কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ ওমর ফারুক।

মরহুম এডভোকেট মোহাম্মদ খালেকুজ্জামানের ছোট ভাই, কক্সবাজার-০৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামান জানান, এডভোকেট মোহাম্মদ খালেকুজ্জামান ছিলেন ইস্ট-পাকিস্তান সেরা বিতার্কিক। বিতর্ক থেকেই খালেকুজ্জামানের মতো নেতৃত্ব তৈরি হয়েছিল।

তিনি বলেন, শিক্ষার্থীদের বিতর্ক প্রশিক্ষণ দিয়ে বিতর্কের মাধ্যমে আগামি দিনের নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্য নিয়েই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments