Friday, December 5, 2025
Google search engine
Homeজাতীয়এডভোকেট খালেকুজ্জামানের ২৪তম শাহাদতবার্ষিকী আজ

এডভোকেট খালেকুজ্জামানের ২৪তম শাহাদতবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের সাড়া জাগানো পার্লামেন্টারিয়ান, কক্সবাজার-০৩ (সদর-রামু) আসনের সাবেক সংসদ সদস্য ও এই জনপদের সবচাইতে জনপ্রিয় নেতা এডভোকেট মোহাম্মদ খালেকুজ্জামানের ২৪তম শাহাদত বার্ষিকী আজ ২৮ সেপ্টেম্বর। ২০০১ সালের এই দিনে নির্বাচনী জনসভায় মানুষের গণজোয়ারের মাঝে তিনি ইন্তেকাল করেন।

দিনটি ঘিরে আজ ২৮ সেপ্টেম্বর বিকেল ৩টায় কক্সবাজার পাবলিক লাইব্রেরিতে এক স্মরণসভা অনুষ্ঠিত হবে। খালেকুজ্জামান স্মৃতি পরিষদের আয়োজনে অনুষ্ঠিত এই স্মরণসভায় উপস্থিত থাকবেন প্রয়াতের স্ত্রী মারুফা জামান ও তাঁর পুত্র তানসির জামান উৎস, খালেকুজ্জামানের ছোট ভাই কক্সবাজার-০৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সদস্য প্রকৌশলী মোহাম্মদ সহিদুজ্জামান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্নাসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

ইতোপূর্বে সপ্তাহব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে প্রয়াত খালেকুজ্জামানকে স্মরণ করা হয়। এর মধ্যে ছিল স্কুল ও কলেজ পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা, বৃক্ষরোপণ এবং সমুদ্রসৈকত পরিষ্কার কার্যক্রম। এসব উদ্যোগের মাধ্যমে তরুণ প্রজন্মকে যুক্তিবোধ, পরিবেশ সচেতনতা ও সামাজিক দায়িত্বশীলতার প্রতি উৎসাহিত করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments