এম.এ মান্নান, লাকসাম-মনোহরগঞ্জ(কুমিল্লা) প্রতিনিধি:
লাকসামে নিখোঁজের তিনদিন পর সাব্বির হোসেন (২৭) নামে এক যুবকের মরদেহ আইসক্রিম কারখানায় থেকে উদ্ধার করেছে থানা পুলিশ।
বুধবার বিকালে লাকসাম পৌর শহরের গাজীমুড়া এলাকার বড় মসজিদের পাশের একটি পরিত্যক্ত আইসক্রিম কারখানার ভিতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সাব্বির সে পৌর শহরের গাজীমুড়া উত্তর পাড়া সৈয়দ আহমেদের ছেলে।
পুলিশ ও প্রতিবেশীরা জানান, পৌরসভার ৭নং ওয়ার্ডের গাজীমুড়া উত্তর পাড়া সৈয়দ আহমেদের ছেলে সাব্বির হোসেন গত ৩ দিন আগে নিখোঁজ হয়। বুধবার বিকালে গাজীমুড়া গ্রামের মসজিদের পাশের একটি পরিত্যক্ত আইসক্রিম কারখানার থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। সন্দেহ হলে স্থানীয় লোকজন ও-ই কারখানা ভিতর গিয়ে দেখতে পায় একজন ব্যক্তির লাশ পড়ে আছে। পরে গ্রামবাসী থানায় খবর দিলে সেনাবাহিনীর সহযোগিতা নিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
লাকসাম থানার ওসি নাজনীন সুলতানা বুধবার সন্ধয়ায় জানান, ওইদিন বিকেলে গ্রামবাসী একটি পরিত্যক্ত আইসক্রিম কারখানার ভিতরে
লাশ দেখতে পায় এবং থানায় খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।


