ছাতিমের হাওয়া বয় কুয়াশা ভেজা,
আকাশে নেই মেঘ তুলো, পেঁজা- পেঁজা,
সন্ধ্যা নেমে আসে ধান খেত জুড়ে,
তারা জ্বলে মিট মিট আকাশ সুদূরে।
ঝরে পড়া বকুলের সুবাসিত ভূঁই,
পরী নামে ঝিঁঝিঁদের ডাকটুকু ছুঁই।
শিশিরের শব্দে কেটে যায় রাত,
অতঃপর নেমে আসে হিমেল প্রভাত।
ঘাসফুলে শিশিরে রংধনু মাখে,
বুলবুলি চেয়ে রয় নির্বাক চোখে।
ফোটে ওই পুবাকাশে ঝলমলে রোদ,
রোদ মেখে ভেঙে যায় কলমির বোধ।
বেলা হলে আকাশে ওই নির্মল নীল,
জলে ভাসে পাখিরা, মুখরিত ঝিল।
তার মাঝে দোল খায় শালুকের হাসি,
চারিদিকে কার্তিকের সুখ রাশি রাশি।।
গ্রাম: টনিভাঙ্গা, নাঙ্গলকোট,কুমিল্লা।
সাবেক শিক্ষিকা- বেগম জামিলা গার্লস হাইস্কুল, নাঙ্গলকোট।