Friday, December 5, 2025
Google search engine
Homeরাজধানীবরিশালে ভুয়া সাংবাদিক পরিচয়ে অভিযুক্ত দুই জনের রিমান্ড মঞ্জুর

বরিশালে ভুয়া সাংবাদিক পরিচয়ে অভিযুক্ত দুই জনের রিমান্ড মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক
বরিশালে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার দুই আসামির রিমান্ড মঞ্জুর করেছে আদালত। শুনানির পর আদালতের নির্দেশে তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে। থানা সূত্র জানিয়েছে, যেকোনো সময় মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নিয়ে আসবেন।

রোববার (২ নভেম্বর) বিকালে বরিশাল অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক মো. হাবিবুর রহমান চৌধুরী দীর্ঘ শুনানি শেষে গ্রেফতারকৃত দুই আসামীর রিমান্ড মঞ্জুর করেছেন।

আসামীরা হলেন, বরিশাল নগরীর কাউনিয়া এলাকার বাসিন্দা মো. আক্কাস হোসেন আকাশের সন্তান মো. মারুফ হোসেন  (মুন্না) (৩০) এবং  বরিশাল নগরীর বাংলাবাজার এলাকার বাসিন্দা মৃত: হায়দার সিকদারের সন্তান মো. রাসেল সিকদার (৩৬)। এর আগে আসামীদের বিরুদ্ধে আদালতে ৫ দিনের রিমান্ড আবেদন করেছিলেন বরিশাল কোতোয়ালি থানার  মামলার তদন্তকারী কর্মকর্তা বরিশাল কোতোয়ালি থানার এসআই মো. নাসির।

উল্লেখ্য, বরিশাল মডেল স্কুল শিক্ষক একেএম মাজহারুল ইসলাম তৃষাণ কে জিম্মি করে পুনরায় চাঁদা নেয়ার সময় আটক হয় মুন্না ও রাসেল। অপসাংবাদিকতা প্রতিরোধে গঠিত অ্যাকশন কমিটি ঘটনাস্থলে গিয়ে পুলিশকে খবর দেয়। এ ঘটনায় বাদি হয়ে ঘটনার দিনই গভীর রাতে (২২ অক্টোবর) বরিশাল কোতোয়ালি থানার শিক্ষক একেএম মাজহারুল ইসলাম তৃষাণ বাদি হয়ে ১৮৬০ পেলান কোড এর ৩৮৫/৩৮৬ ধারায় একটি মামলা (নং- ৬৪/২৫) দায়ের করেন।

এদিকে, অপসাংবাদিকতা রোধে সম্প্রতি বরিশাল প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, সাংবাদিক ইউনিয়নসহ মূলধারার গণমাধ্যমকর্মীদের ১৫টি সংগঠনের সমন্বয়ে একটি অ্যাকশন কমিটি গঠন করা হয়েছে। এ লক্ষ্যে বরিশাল রিপোর্টার্স ইউনিটি ও বরিশাল প্রেসক্লাবে দফায় দফায় বৈঠক অনুষ্ঠিত হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত অপসাংবাদিকতা প্রতিরোধে গঠিত ৭ সদস্যের স্টিয়ারিং কমিটির বৈঠক চলছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments