কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা
ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আলহাজ¦ মাহবুবার রহমান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে যশোর ইবনেসিনা হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।
শহরের থানা পাড়ার বাসিন্দা মরহুম মাহাবুবার রহমান বার্ধক্য জনিত কারনে সোমবার বেলা ১১ টায় অসুস্থ্য হয়ে পড়লে যশোরে ইবনেসিনা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দিবাগত রাত সাড়ে ১২ টায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি দুই পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার দুপুর ১২ টায় কালীগঞ্জ সরকারী নলডাঙ্গা ভ‚ষন স্কুল মাঠে মরহুমের প্রথম জানাযা ও বাদ জোহর উপজেলার শ্রীরামপুর গ্রামের বাড়ীতে দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।


